১০০০০ টাকা পাবে ছাত্রছাত্রীরা! শুরু হল নবান্ন স্কলারশিপ ২০২৪-২৫এর অনলাইন আবেদন পক্রিয়া

রাজ্যের সমস্ত ছাতছাত্রীদের জন্য দারুন সুখবর। শুরু হল নবান্ন স্কলারশিপ ২০২৪-২৫(Nabanna Scholarship 2024-25) এর আবেদন পক্রিয়া। কিভাবে আবেদন করা যাবে? কি যোগ্যতা থাকতে হবে? আবেদনের লাস্ট ডেট সহ অন্যান্য সমস্ত খুঁটিনাটি তথ্য রইল আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ নবান্ন স্কলারশিপ ২০২৪-২৫

রাজ্যের মুখমন্ত্রীই নবান্ন স্কলারশিপের সূচনা করেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নাম্বার পেয়েছে তারা সকলে আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য। তবে তাদের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরের পড়ুয়া হতে হবে। আবেদন সফল হলে সোজা অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেওয়া হবে।

স্কলারশিপের নামনবান্ন স্কলারশিপ
প্রদেয় অর্থ১০,০০০ টাকা
প্রদানকারী সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
অফিসিয়াল ওয়েবসাইটhttps://cmrf.wb.gov.in
Helpline নাম্বার033 2253 5335

কারা আবেদন করতে পারবে?

এই স্কলারশিপের যোগ্যতা আগের তুলনায় কিছুটা আপডেট হয়েছে। বর্তমানে যোগ্যতা কি হতে হবে সেটা নিচে জানানো হলঃ

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • যে আবেদন করছে তার পরিবারের বার্ষিক আয় যেন ১ লক্ষ ২০ হাজার টাকার কম হয়।
  • আবেদনকারী ছাত্রী বা ছাত্রীকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে নূন্যতম ৫০ শতাংশ নাম্বার পায়ে থাকতে হবে। কিন্তু নাম্বার ৬০ শতাংশের বেশি হলে হবে না (কারণ সেটা হলে অন্য স্কলারশিপের জন্য যোগ্য)।

কিভাবে Nabanna Scholarship এ আবেদন করতে হবে?

  • যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তারা অনলাইনে আবেদন করতে পারবে। এর জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • তারপর সেখানে “Apply for Financial Assistance for Education” বাটনে ক্লিক করতে হবে।
Nabanna Scholarship 2024-25 Application Portal
Nabanna Scholarship Application Portal
  • এরপর Signup এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে নিতে হবে।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে।

তবে যদি আবেদনের সময় কোনো রকমের সমস্যা হয় সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বার রয়েছে। সেখানে ফোন করে পড়ুয়ারা নিজেদের সমস্যার কথা বলে সমাধান করে নিতে পারবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Nabanna Scholarship 2024-25 এ আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

যারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তাদের বেশ কিছু ডকুমেন্টস তৈরী রাখতে হবে। কারণ সেগুলোর তথ্য যেমন ফর্ম ফিলাপের সময় দিতে হবে। তেমনি কিছু কাগজের স্ক্যানও আপলোড করতে হবে। কি কি লাগবে? তার লিস্ট নিচে দেওয়া হলঃ

  • আবেদনকারীর আধার কার্ড
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • শেষ দেওয়া পরীক্ষার রেজাল্ট (নূন্যতম মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট)
  • চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  • পারিবারিক আয়ের শংসাপত্র
  • MLA বা বিধায়কের তরফ থেকে দেওয়া Recomendation
  • মুখ্যমন্ত্রীর কাছে সেলফ ডিক্লিয়ারেশন

ইতিমধ্যেই এবছরের জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। তাই যারা যারা আবেদন করতে চাও এখুনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলতে পারবে।

Nabanna Scholarship এর সম্পর্কে কিছু FAQ

নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য কত শতাংশ নাম্বার লাগে?

এই স্কলারশিপে আবেদনের জন্য শেষ পরীক্ষায় ৫০ শতাংশ নাম্বার লাগে। তবে সেটা ৬০ শতাংশের বেশি হলে চলবে না।

নবান্ন স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে?

নবান্ন স্কলারশিপে আবেদন করলে ১০,০০০ টাকা পাওয়া যাবে।

কারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে?

পশ্চিমবঙ্গের বাসিন্দা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।