১৫ই অগাস্ট থেকে বন্ধ টোটো! বড় সিদ্ধান্ত রাজ্যের এই এলাকার প্রশাসনের

Schemezone

No comments
Toto Banned in many areas including Barhampur Murshidabad

যাতায়াতের সহজ মাধ্যম হিসাবে শুরু হলেও ধীরে ধীরে সাধারণ মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে টোটো (Toto)। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হামেশাই টোটো দুর্ঘটনা কিংবা টোটোচালকের দুর্ব্যবহারের খবর আসছে। তাই এবার ১৫ অগাস্ট থেকে রাস্তায় আর টোটো চলবে না এমনটাই সিদ্ধান্ত নিল এই এলাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৫ অগাস্ট থেকেই বন্ধ টোটো (Toto)!

আসলে টোটো দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিন ঘোরেন নানা অভিযোগ আসছিল। তাছাড়া ইদানিং রাস্তায় যে সমস্ত টোটো ঘুরছে তার বেশিরভাগেরই কোনো রেজিস্ট্রেশন নাম্বারও নেই। যার ফলে অভিযোগ আসলেও অভিযুক্তকে খুঁজতে সমস্যা হচ্ছে। এসবের জেরেই এবার টোটো বন্ধ করে দেওয়ার কথা ভেবেছে প্রশাসন। স্বাভাবিকভাবেই এতে একদিকে যেমন মাথায় হাত পড়েছে টোটো চালকদের। তেমনি আচমকা টোটো বন্ধ হলে যাতায়াতের সমস্যা নিয়ে চিন্তিত সাধারণ মানুষও।

কিন্তু প্রশ্ন হল কোথায় বন্ধ হচ্ছে টোটো চলাচল? উত্তর হল মুর্শিদাবাদের বহরমপুর সহ একাধিক এলাকাইতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেআইনি টোটো ও টোটো দৌরাত্ম্য কমাতেই এমন উদ্যোগ বলছে স্থানীয় পরিবহন দফতর। তবে যাত্রীদের চিন্তার কোনো কারণ নেই।

কারণ টোটো বন্ধ হলেও তার বদলে চলবে ই রিক্সা। রেজিস্ট্রেশন নাম্বার থাকলে তবেই সেই ই রিক্সা চলবে রাস্তায়। তাই কোনো সমস্যা হলে সেটিকে চিহ্নিত করা অনেকটাই সহজ হবে ও দ্রুত সমস্যার সমাধান করা যাবে। জানা যাচ্ছে এপর্যন্ত প্রায় ২০০ এরও বেশি ই রিক্সার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বহরমপুর এলাকায়।

আরও পড়ুনঃ ১০০০০ টাকা পাবে ছাত্রছাত্রীরা! শুরু হল নবান্ন স্কলারশিপ ২০২৪-২৫এর অনলাইন আবেদন পক্রিয়া

তাহলে যে টোটো এতদিন চলছিল তাদের কি হবে? তাছাড়া টোটো কিনতে গিয়েই অনেকেই ঋণ নিয়েছেন তো কারোর এখনও EMI চলছে। এমতাবস্থায় যদি আলাদা করে ই রিক্সা কিনে তার রেজিস্ট্রেশন করতে হয় তাহলে যে বিপুল খরচ সেটাই বা কথা থেকে আসবে! এই সমস্ত কারণে মাথায় হাত টোটো চালকদের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Related Post