Jago Prakalpa 2025: জাগো প্রকল্পে ৫,০০০ টাকা পাবে মহিলারা, দেখুন যোগ্যতা থেকে আবেদনের পদ্ধতি

Jago Prakalpa: মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে নিরাপত্তার স্বার্থে কেন্দ্র থেকে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মহিলাদের জন্য শুরু হওয়া এমনই একটি স্কিম হল জাগো প্রকল্প। যার মাধ্যমে মহিলাদের ৫ লক্ষ টাকার আর্থিক সুরক্ষা প্রদান করা হয়। কিভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে? কারা আবেদন করতে পারবে? সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জাগো প্রকল্প । Jago Prakalpa 2025

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য প্রদান ও তাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই চালু হয় জাগো প্রকল্প। ২০১১ সালে যেখানে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিল ৪ লক্ষ সেখানে ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি। ১০ জন মহিলাদের নিয়ে তৈরী হওয়া এই গ্রূপের প্রতি সদস্যকে বার্ষিক ৫০০০ টাকা করে দেওয়া হবে। এই খাতে টাকা দেওয়ার জন্য সরকারের তরফ থেকে মোট ৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

জাগো প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য

প্রকল্পের নামজাগো প্রকল্প
প্রদানকারী সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
উদ্দেশ্যস্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান
বার্ষিক প্রদত্ত রাশি৫০০০ টাকা
আবেদনের মাধ্যমঅফলাইন ও অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটshgsewb.gov.in

জাগো প্রকল্পের সুবিধাঃ

জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের যে সমস্ত সুবিধাগুলি প্রদান করা হবে সেগুলি হল নিম্নরুপঃ

  • স্বনির্ভর গোষ্ঠীতে থাকা মহিলাদের বার্ষিক ৫০০০ টাকার আর্থিক সাহায্য করা।
  • রাজ্যের ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫ লক্ষ টাকা করে প্রদান করা। যাতে কাজ শুরু মাধ্যমে স্বনির্ভর হতে পারেন মহিলারা।
  • সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হয়। একইসাথে একটি স্মার্ট কার্ডও প্রদান করা হয়।
  • জাগো প্রকল্পের আওতায় আসা মহিলাদের জন্য ২ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।

আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন?

আপনি যদি জাগো প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে কিছু শর্ত রয়েছে সেগুলিকে পূরণ করতে হবে। সেগুলি হল নিম্নরূপ –

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও একজন মহিলা হতে হবে।
  • যে মহিলা আবেদন করবেন তার বয়স নূন্যতম ১৮ বছর বা তাঁর বেশি হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই কোনো একটি স্বনির্ভর গ্রূপের এক বছরের সদস্য হতে হবে।
  • স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্কের বই ৬ মাসের বেশি পুরোনো হতে হবে। আর অ্যাকাউন্টে কমপক্ষে ৫০০০ টাকা থাকতে হবে।
  • প্রার্থীকে আগে থেকে স্বনির্ভর গোষ্ঠীর থেকে টার্ম লোন নিয়ে থাকতে হবে। এছাড়া আবেদনকারী যদি কোনোদিন ব্যাঙ্ক থেকে লোন না নিয়ে থাকে তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।

আরও পড়ুনঃ বিয়ের জন্য ২৫,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, দেখে নিন আবেদন পদ্ধতি

জাগো প্রকল্পে অনলাইন আবেদনের পদ্ধতিঃ (Jago Prakalpa Online Application)

আপনি যদি জাগো প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে নিচে দেওয়া পদ্ধতি ফলো করে অনলাইনে আবেদন করতে পারবেন। 

  1. প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।  তারপর সেখানে নিজের গোষ্ঠীর সম্পূর্ণ বিবরণ থেকে শুরু করে ফোন নাম্বার সমস্তটা দিয়ে রেজিস্টার করতে হবে। 
  2. রেজিস্টার করার সময় OTP আসবে সেটা দিয়ে গোষ্ঠীর সমস্ত তথ্য দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথি সাবমিট করতে হবে। 
  3. শেষে সবটা ঠিক আছে কি না একবার চেক করে নিয়ে ফর্ম সাবমিট করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে। 

অফলাইনে আবেদনের পদ্ধতিঃ

যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে সবার আগে নিকটবর্তী BDO অফিসে পৌঁছাতে হবে। সেখান থেকে জাগো প্রকল্পের ফর্ম সংগ্রহ করুন। তারপর সেটাকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা করে দিতে হবে। 

ফর্ম ফিলআপের সময় বা গোটা পক্রিয়াতে যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অফিসিয়াল হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। জাগো প্রকল্পের হেল্পলাইন নাম্বারটি হলঃ 7773003003