নতুন অর্থনৈতিক বছর শুরু হবার আগেই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর তরফ থেকে দেশের নাগরিকদের জন্য ব্যাঙ্কিং সংক্রান্ত বা বলা ভালো UPI এর সুবিধা (UPI Feature) নিয়ে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করা হয়েছে। এছাড়াও, সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাঁদের সুবিধার কথা ভেবে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ এই প্রতিবেদনের মাধ্যমে RBI -এর নেওয়া বেশ কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হল। RBI -এর নেওয়া নতুন নিয়ম গুলি জানার জন্য উৎসুক হয়ে বসে আছেন ভারতীয় জনগণ।
RBI ক্রেডিট পলিসি সভায় কি বলা হয়েছে?
RBI- এর তরফ থেকে নেওয়া সিদ্ধান্ত : ৫ই এপ্রিল,২০২৪ এ ২০২৫-২৬ এর অর্থ বর্ষের ক্রেডিট পলিসি সভায় গৃহীত সিদ্ধান্ত গুলি প্রথম জানানো হয়। সেইদিন, সভাতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এক গুচ্ছ সিদ্ধান্তের কথা জানান।পাশাপাশি তিনি বলেন, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর তরফ থেকে UPI -এর মাধ্যমে নগদ টাকা অ্যাকাউন্টে জমা করা যাবে। অর্থাৎ আগামী দিনে UPI -এর মাধ্যমে ATM দিয়েই যে কোনো মানুষ অ্যাকাউন্টে নগদ টাকা রাখতে পারবে।
টাকা জমা করার সঠিক নিয়ম : আগামী ৫ই এপ্রিল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ব্যাঙ্ককিং সংক্রান্ত নানান সিদ্ধান্ত জানান।তিনি এও বলেন আগামী দিনে UPI -এর মাধ্যমে নিজের অ্যাকাউন্টে নগদ টাকা রাখা যাবে।এই কথাটা শোনার পরেই অনেকেই প্রশ্ন করছেন কি ভাবে এটা সম্ভব?এর উত্তরে বলা বাহুল্য, UPI – এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা রাখতে চান। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ইউ.পি.আই (UPI) ক্যাশ ডিপোজিট মেশিনে যেতে হবে। এই মেশিনে UPI এ ক্লিক করলে একটি QR কোড আসবে।
এরপর আপনার ফোনে থাকা যেকোনো UPI স্ক্যানার দিয়ে এই QR কোডটি স্ক্যান করতে হবে।QR কোড স্ক্যান হয়ে গেলেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে সমস্তটা জানতে পারবেন।এর পর নগদ টাকা ডিপোজিট করতে হবে।টাকা ডিপোজিট করার পরেই মিশন তা যাচাই করে নেবে।যাচাই করার পর সমস্ত কিছু ঠিক থাকলে কিছু ক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে।
UPI -এর মাধ্যমে টাকা জমা দেওয়ার সুবিধা কি কি? (New UPI Feature to Deposit money in Bank)
UPI দিয়ে অ্যাকাউন্টে নগদ টাকা জমা দিলে গ্ৰাহক ও ব্যাংকের উভয়েই সুবিধা। অনেক সময় ব্যস্ত থাকার দরুণ ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দিয়ে আসা হয়ে ওঠেনা। আর এই সমস্যায় ভুগতে হবে না। নিজের সময় মতো যখন খুশি UPI এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। UPI -হওয়াতে গ্ৰাহকদের আরও একটি সুবিধা হয়েছে, টাকা জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে গিয়ে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। UPI মাধ্যমে টাকা জমা দেওয়ার নিয়ম চালু করাতে ব্যাঙ্ক গুলির মুদ্রা পরিচালনা ব্যবস্থা আরও দক্ষ হয়ে উঠেছে।
থাড পার্টি অ্যাপ : রিজাভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বৈঠকের শেষে বলেন, UPI -এর মাধ্যমে টাকা জমা দেওয়া জন্য থাড পার্টি সংস্থা গুলিকে অনুমোদন দেওয়া হবে। এছাড়াও, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ PPI ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা পাওয়া যাবে।
UPI দিয়ে CDM মেশিনে টাকা ফেলা যাবে?
হ্যাঁ, RBI এর নতুন সিস্টেমের দৌলতে শীঘ্রই Cash Deposit Machine এর মাধ্যমেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ফেলে যাবে।
নতুন কি কি UPI Feature চালু করল RBI?
গ্রাহকদের ব্যাঙ্কে টাকা ফেলা আরও সহজ করার জন্য ক্যাশ ডিপোজিট চালু করল আরবিআই। এছাড়াও PPI ওয়ালেট দিয়েও পেমেন্ট করা যাবে।