অন্য কাস্টে বিয়ে করলে ৩০,০০০ টাকা দেবে সরকার! কীভাবে করবেন আবেদন?

Schemezone

Updated on:

WB Inter Caste Marriage Scheme 2025

WB Inter Caste Marriage Scheme 2025: রাজ্যের মানুষের জন্য সুখবর। দারুণ সুযোগ হাতে এগিয়ে এল রাজ্য সরকার। রাজ্যের বাসিন্দারা এবার এক কাস্ট থেকে অন্য কাস্টে বিয়ে করতে পারবেন। এর জন্য পশ্চিমবঙ্গ সরকার ইন্টার কাস্ট ম্যারেজ বা অসবর্ণ বিবাহ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায়, সরকার বিবাহিত দম্পতিদের আর্থিক সহায়তা প্রদান করে যারা তফসিলি জাতি এবং সাধারণ বর্ণের মধ্যে বিবাহ করেন। এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য দম্পতিকে তাঁদের বিবাহের লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে। এই প্রকল্প সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই নিবন্ধে দেওয়া হয়েছে যা প্রয়োজনীয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এক ঝলকে

WB Inter Caste Marriage Scheme: অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতা প্রকল্পের গুরুত্ব

দেশে বর্ণ বৈষম্য দূর করা এবং নাগরিকদের মধ্যে বৈষম্য কমাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টার কাস্ট বিবাহের গ্রহণযোগ্যতা অপরিহার্য। এই প্রকল্পগুলিগ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতা এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বৈচিত্র্য ও সহনশীলতাকে উৎসাহিত করে। ভারতের নিম্ন ও অনগ্রসর শ্রেণীর মানুষ এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন। এই প্রকল্প আর্থিক ব্যয় মেটাতে সাহায্য করবে।

প্রকল্পের নামঅসবর্ণ বিবাহ উৎসাহ ভাতা প্রকল্প (Inter Cast Marriage Scheme)
প্রদানকারী সংস্থাপশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ
প্রকল্পের সূচনা২০১৩
কাদের জন্য প্রকল্পআন্তঃজাতিক স্বামী/স্ত্রী
উদ্দেশ্যআন্তঃজাতিক বিয়েতে উৎসাহী করা
অনুদানের পরিমাণ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা
আবেদনের পদ্ধতিঅনলাইন ও অফলাইন
অফিসিয়াল ওয়েবসাইটhttps://anagrasarkalyan.gov.in
হেল্পলাইন নাম্বার০৩৩ ২৩৩৭ ১০৪০

 

আরও পড়ুন: ফের রেশন দুর্নীতি! গ্রাহকদের অভিযোগের জেরে শতাধিক ডিলারকে শো-কজ করল রাজ্য

WB Inter Caste Marriage Scheme এই প্রকল্প থেকে কী কী সুবিধা পাবেন?

  1. সরকার যোগ্য আন্তঃজাতিক স্বামী/স্ত্রীকে এককালীন ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকার আর্থিক পুরষ্কার প্রদান করে।
  2. টাকা পাওয়ার আগে এই জুটিকে একটি চুক্তি স্বাক্ষর করতে হবে এবং LSGI নথিপত্র উপস্থাপন করতে হবে।
  3. এই অর্থ একটি নতুন কোম্পানি শুরু করার জন্য, বাড়ি তৈরি করার জন্য, অথবা সম্পত্তি কেনার জন্য ব্যবহার করা যাবে।
  4. প্রদত্ত অর্থের সঠিক ব্যবহার LSGI দ্বারা যাচাই করা আবশ্যক।

WB Inter Caste Marriage Scheme: আবেদন করতে পারবেন কারা?

  1. এই প্রকল্পের অধীনে আবেদনকারী দম্পতির একজনকে দলিত (SC) এবং একজনকে সাধারণ (General Caste) শ্রেণীর হতে হবে।
  2. বিয়ে হতে হবে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অনুযায়ী।
  3. এটিই যেন আবেদনকারীর প্রথম বিয়ে হয়।
  4. দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।
  5. দম্পতির আয় বার্ষিক ২.৫ লক্ষ টাকার থেকে কম হতে হবে।
  6. বিবাহের এক বছরের পরে আবেদন করতে পারবেন।
  7. স্বামী ও স্ত্রীর জয়েন্ট ব্যাঙ্ক একাউন্ট থাকবে হবে।
  8. স্বামী ও স্ত্রীর জয়েন্ট ব্যাঙ্ক একাউন্ট হোল্ডার স্ত্রীকে হতে হবে।

WB Inter Caste Marriage Scheme: অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতার জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  1. বর-কনের একটি বর্তমান পাসপোর্ট আকারের ছবি প্রদান করতে হবে।
  2. দম্পতিকে অবশ্যই তাদের পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
  3. জন্মের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার ফলাফলের একটি কপি জমা দিতে হবে।
  4. ভোটার শনাক্তকরণ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অথবা ভারতীয় পাসপোর্টের মতো যথাযথ প্রমাণপত্র সহ ঠিকানা যাচাইকরণ করতে হবে।
  5. যদি স্বামী বা স্ত্রী তফসিলি জাতিভুক্ত হন এবং অন্যজন অ-তফসিলি জাতিভুক্ত হন, তাহলে কর্তৃপক্ষের কাছ থেকে একটি কাস্ট সার্টিফিকেট নিতে হবে।
  6. কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটি ইনকাম সার্টিফিকেটও লাগবে।
  7. আপনি যদি কর্মরত হন, তাহলে অনুগ্রহ করে আপনার বেতনের স্টাব বা সার্টিফিকেট পাঠান।
  8. আবেদনপত্র পূরণ করার জন্য রেজিট্রি সার্টিফিকেট প্রয়োজন।
  9. জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের একটি প্রথম পেজের জেরক্স প্রয়োজন।

WB Inter Caste Marriage Scheme” ইন্টার কাস্ট ম্যারেজ বা অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতার জন্য আবেদন করবেন কীভাবে?

ইন্টার কাস্ট ম্যারেজ বা অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতার জন্য অফলাইন এবং অনলাইন উভয়ভাবেই আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনলাইন আবেদন করবেন কীভাবে?

  1. অনলাইন আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  2. প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে আবেদন করতে হবে।
  3. প্রয়োজন পড়লে আপনার নিকটবর্তী যে কোনও সাইবার ক্যাফে গিয়েও আবেদন করতে পারেন।

অফলাইন আবেদনের জন্য ফর্ম : Inter Cast Marriage Scheme Offline Form

অফলাইন আবেদন করবেন কীভাবে?

  1. অফলাইন আবেদন করার জন্য, নিকটবর্তী সাইবার ক্যাফে গিয়ে ফর্ম তুলুন।
  2. পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফর্ম পেয়ে যাবেন।
  3. এরপর ফর্মে সমস্ত বিবরণ দিয়ে পূরণ করতে হবে।
  4. তারপর প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে।
  5. নথিপত্রগুলো সেলফ অ্যাটেস্টেড হতে হবে।
  6. প্রয়োজনীয় নথিপত্র সহ ফর্ম পূরণ করে এই ঠিকানায় পাঠিয়ে দিন: বিডিও অফিস বা এসডিও অফিস বা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস

যোগাযোগ করার জন্য ফোন নম্বর: ০৩৩ ২৩৩৭ ১০৪০

ইন্টারকাস্ট ম্যারেজ সম্পর্কিত কিছু প্রশ্ন | FAQ Related to Inter Cast Marriage in West Bengal

  1. ইন্টারকাস্ট ম্যারেজ হলে কি সরকার টাকা দেয়?

    হ্যাঁ আন্তঃবর্ণ বিবাহ বা ইন্টার কাস্ট ম্যারেজের জন্য সরকারের তরফ থেকে টাকা দেওয়া হয়।

  2. অসবর্ণ বিয়ের পর কি স্ত্রীর জাত পরিবর্তন হয়?

    না। আন্তঃবর্ণ বিয়ের পর জাতের কোনো পরিবর্তন হয় না। তাই স্ত্রীর জাত একই থাকবে।

  3. ইন্টার কাস্ট ম্যারেজ প্রকল্পের বয়সসীমা

    এই প্রকল্পে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা না থাকলেও বিয়ের সময় মেয়েদের বয়স নূন্যতম ১৮ বছর ও ছেলেদের ক্ষেত্রে ২১ বছর হওয়া আবশ্যক।

  4. পশ্চিমবঙ্গ সরকারের Inter Caste Marriage Scheme এ আবেদনের জন্য প্রধান শর্ত কি?

    স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে অন্তত একজনকে জেনারেল কাস্ট ও আরেকজনকে তফশিলি জাতির উপভুক্ত হতে হবে।