Rupashree Prakalpa 2024 : দরিদ্র ও গরিব মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে অন্যতম একটি হল রূপশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ২০১৮ প্রথম এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের দ্বারা প্রাপ্তবয়স্ক কন্যাদের বিয়ের সময় সরকারের তরফ থেকে এককালীন ২৫,০০০ টাকার আর্থিক সাহায্য করা হয়। তাই সামনের বিয়ের সিজেনে যারা আবেদন করবে তারা আজকের প্রতিবেদনটি দেখলেই কিভাবে আবেদন করতে হবে? কি কি লাগবে সবটা জানে যাবে।
রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa)
পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালু করা সমাজের গরিব মেয়েদের বিয়ের জন্য এককালীন অনুদানের প্রকল্প হল রূপশ্রী। ছাত্রীদের স্কুলছুটের সংখ্যা কমাতে ও সামাজিক উন্নতির জন্য যেমন কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল তেমনি ১৮ বছর হয়ে যাওয়ার পর মেয়েদের বিয়ের সময় এককালীন সরকারি অনুদান হিসাবে ২৫,০০০ টাকা দেওয়া হয় এই প্রকল্পের আওতায়। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এপর্যন্ত ২৮৯৫ কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের রূপশ্রী প্রকল্পে।
প্রকল্পের নাম | রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) |
প্রদানকারী সংস্থা | পশ্চিমবঙ্গ সরকার |
দায়ীগতপ্রাপ্ত বিভাগ | মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ |
প্রথম চালু হয় | ২০১৮ |
প্রকল্পের বাজেট | ১৫০০ কোটি |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গের অবিবাহিত প্রাপ্তবয়স্ক মেয়েরা |
উদ্দেশ্য | দরিদ্র পরিবারের বিয়ের আর্থিক সহায়তা |
নূন্যতম বয়স | ১৮ বছর |
সরকারি অনুদানের পরিমাণ | ২৫,০০০ টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbrupashree.gov.in |
রূপশ্রী প্রকল্পের সুবিধাঃ (Benefits of Rupashree Prakalpa)
রূপশ্রী প্রকল্পের সুবিধা কি ও কিভাবে এই স্কিমে আবেদন করলে উপকৃত হবেন তা নিচে দেওয়া হলঃ
- Rupashree Prakalpa এর মাধ্যমে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন ২৫,০০০ টাকার আর্থিক সাহায্য যাওয়া যাবে।
- এই প্রকল্পে বিয়ের খরচের একটা অংশ সরকারের তরফ থেকে দেওয়ার ফলে মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রদান নিশ্চিত করা হয়েছে।
- এই প্রকল্প চালু হওয়ার ফলে সরকার মেয়েদের শিক্ষার উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে।
- মেয়ের বিয়ে মানেই একটা বিশাল খরচ। তাই গরিব পরিবারের মানুষেরা এই প্রকল্পে অর্থ সাহায্য পাওয়ার ফলে কিছুটা হলেও আর্থিক বোঝা লাঘব হয়েছে।
রূপশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতাঃ (Eligibility for Applying in Rupashree)
গোটা পশ্চিমবঙ্গের সকল মেয়েদের বিয়ের সময় রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে। তবে আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে তা নিচে জানানো হলঃ
- শুধুমাত্রই অবিবাহিত মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
- আবেদনকারী মেয়ের বয়স নূন্যতম ১৮ বছর ও পাত্রের বয়স নূন্যতম ২১ বছর হতে হবে।
- আবেদনকারী পাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষের মধ্যে থাকতে হবে।
- যে পাত্রীর নামে আবেদন হবে তাঁর নিজের নামে একটি সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টেই টাকা আসবে।
- আবেদন ফর্ম জমা দেওয়ার দিন পর্যন্ত আবেদনকারী মেয়েটিকে অবিবাহিত থাকতে হবে।
রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required for Application)
- আবেদনকারীর জন্ম প্রমাণপত্র
- বিয়ের প্রমাণ (বিয়ের নিমন্ত্রণ পত্র)
- আধার কার্ড বা ভোটার কার্ড
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টার প্রথম পাতার জেরক্স
- আবেদনকারী মেয়ে ও তার স্বামীর কালার পাসপোর্ট সাইজ ছবি
- পাত্রের বয়সের প্রমাণপত্র
- স্থায়ী বসবাসের প্রমাণপত্র ও স্বঘোষণা পত্র
- পারিবারিক আয়ের শংসাপত্র
** মনে রাখতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য পাত্রীকে অবিবাহিত হতে হবে। আর পাত্রীর বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে। একইভাবে যে পাত্রের সাথে বিয়ে হবে তার বয়স নূন্যতম ২১ বছর হতে হবে।
রূপশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন? (How to Apply for Rupashree Prakalpa?)
রূপশ্রী প্রকল্পের আবেদন মূলত অফলাইন পদ্ধতিতেই হবে। এর জন্য প্রথমেই আবেদনকারীকে অফলাইনে ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম সংগ্রহ করার জন্য কোনো টাকা লাগবে না। নিচে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে জানানো হল।
➥ প্রথমে আবেদনকারীকে গ্রামীণ এলাকা হলে ব্লক ডেভেলপমেন্ট অফিস বা BDO অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। আর মিউনিসিপালিটি এলাকা হলে সাব ডিভিশনাল অফিস বা SDO অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। চাইলে নিচে দেওয়া লিঙ্ক থেকেও Rupashree Prakalpa Form PDF আকারে ডাউনলোড করে নিতে পারেন।
➥ এরপর ফর্মটিকে সঠিক তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে। আর শেষে নিজের সই করতে হবে।
➥ ফর্ম পূরণ করা হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সেটিকে বিয়ের ৩০ থেকে ৬০ দিন আগে নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।
➥ ফর্ম জমা দেওয়া হয়ে গেলে যেখানে জমা দিচ্ছেন সেই অফিসের তরফ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করা হবে। যার ফলে আবেদনকারীর মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে।
➥ এরপর সরকারি দফতরের তরফ থেকে আধিকারিকেরা আবেদন যাচাই করবেন ও তারপরেই আর্থিক অনুমোদন দেওয়া হবে।
রূপশ্রী সংক্রান্ত সমস্যায় যোগাযোগের ঠিকানা
যদি রূপশ্রী প্রকল্প সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বা ইমেল অ্যাড্রেসে মেল করে নেওয়া যাবে।
- রূপশ্রী প্রকল্পের হেল্পলাইন : 033 – 2337 3846
- রূপশ্রী প্রকল্পের অফিসিয়াল ই-মেইল : [email protected]
- মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগের হেল্পলাইন – 033 – 2334 1563 / 033 – 2337 1797
- মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস – [email protected]
রূপশ্রী প্রকল্পের ফর্ম PDF – Rupashree Prakalpa Form PDF