দেশের এমন অনেক পরিবার আছে যারা আজও গ্যাস নয় রান্নার জন্য কাঠ বা কয়লার ব্যবহার করে থাকেন। তাদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) এর দৌলতে ফ্রীতে LPG গ্যাসের কানেকশন দেওয়া হচ্ছে। এই প্রকল্পের ফলে বিগত কয়েক বহরে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে গাসন কানেকশন লেগেছে। শুধু তাই নয়, এক্ষেত্রে গ্যাস বুক করলে ৩০০ টাকা পর্যন্ত সাবসিডিও পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে কিভাবে আবেদন করতে হবে? কারা আবেদন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো।
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা |
প্রদানকারী সংস্থা | কেন্দ্রীয় সরকার |
প্রকল্পের সুবিধা | বিনামূল্যে LPG গ্যাস কানেকশন |
আবেদনের যোগ্যতা | BPL কার্ড হোল্ডার |
অফিসিয়াল ওয়েবসাইট | pmuy.gov.in |
করা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর জন্য আবেদন করতে পারবেন?
মূলত বিপিএল রেশন কার্ড থাকলে এই প্রকল্পে আবেদন করা যেতে পারে। তবে দরিদ্রসীমার নিচে থাকা মহিলা অর্থাৎ যাদের বার্ষিক আয় অনেকটাই কম তারা উজ্জ্বলা যোজনায় ফ্রি LPG গ্যাস কানেকশনের জন্য আবেদন করতে পারবেন।
কিভাবে উজ্জ্বলা যোজনায় আবেদন করতে হবে?
আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে দুভাবে করতে পারেন। একটি অনলাইন পদ্ধতি অন্যটি অফলাইন। নিচে দুটি পদ্ধতিই জানানো হল :
অনলাইন আবেদনের পদ্ধতি
- আপনি যদি অনলাইনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে চান তাহলে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান মেনু থেকে “Apply for New Ujjwala 2.0 Connection” এ ক্লিক করতে হবে।
- এরপর যে স্ক্রিন খুলবে সেখানে অনলাইন পোর্টাল লেখা অপশনে ক্লিক করার পর আপনার এলাকায় যে গ্যাসের সাপ্লাই আছে সেই কোম্পানির নিচে থাকা “Click here to Apply” বাটনে ক্লিক করতে হবে। তাহলেই ওই গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে।
- এরপর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে উজ্জ্বল যোজনার জন্য আবেদন করা যাবে।
অফলাইন আবেদনের পদ্ধতি
- আপনি যদি অফলাইনে উজ্জ্বলা প্রকল্পের গ্যাস কানেকশনের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমেই নিকটবর্তী গ্যাস ডিলারের কাছে চলে যেতে হবে।
- সেখান থেকে উজ্জ্বল যোজনার ফর্ম নিয়ে সেটাকে সঠিকভাবে ফিলাপ করে নিতে হবে। ফর্ম ফিলাপ করার পর সেটা অফিসে জমা দিয়ে দিন তাহলেই আপনার তরফ থেকে কাজ শেষ।
আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড
- রেশন কার্ড
- বাড়ির ইলেকট্রিক বিলের কপি
- একটি চালু মোবাইল নাম্বার
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
আবেদন করার পর আপনার দেওয়া সমস্ত তথ্য ঠিক থাকলে গ্যাসের অফিস থেকেই ফোন করে জানিয়ে দেওয়া হবে। তারপর আপনার বাড়িতে নতুন গ্যাস কানেকশন দিয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কে কিছু প্রশ্ন বা FAQ
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কারা আবেদন করতে পারবে?
যে সমস্ত দরিদ্র পরিবারের BPL কার্ড রয়েছে, সেই পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন।
কিভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করা যায়?
উজ্জ্বলা যোজনার জন্য অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করা যেতে পারে।
উজ্জ্বলা প্রকল্পে সিলিন্ডার বুক করলে ভর্তুকি পাওয়া যায়?
হ্যাঁ, উজ্জ্বলা প্রকল্পে সিলিন্ডার বুক করলে ভর্তুকি পাওয়া যায়। বর্তমানে ৩০০ টাকার ভর্তুকি দেওয়া হচ্ছে।