বেকারদের গাড়ি কিনতে ১,৫০,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! এভাবে করুন আবেদন

Gatidhara Scheme: পশ্চিমবঙ্গে চাকরির অভাব আরও  প্রকট হয়ে দেখা দিয়েছে। সাধারণ ভাবেই মানুষ এখন অন্য উপায়ে রোজগারের স্বপ্ন দেখছেন। আর এরকমই একটি সেরা উপায়, যেখানে আপনি বেশ মোটা টাকা রোজগার করতে পারেন তা হলো গাড়ির ব্যবসা। শহরাঞ্চলের পাশাপাশি গ্রামের দিকেও গাড়ির ব্যবসা বেশ ভালো চলে। নিজের গাড়ি থাকলে বেশ সহজে ভালো টাকা উপার্জন করা যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিন্তু একখানা গাড়ি কেনা কি আর চাট্টিখানি কথা! আর এখানেই আপনাকে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার। এক্ষেত্রে পরিবহন বিভাগের ‘গতিধারা প্রকল্প’ এর (Gatidhara Scheme) সাহয্যে বেশ সহজে গাড়ি কিনতে পারেন আপনি। ২০১৪ সালে এই প্রকল্প শুরু করা হয়। বাংলার যুবক যুবতীদের কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় গাড়ি কেনার সময় ৩০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়।

প্রকল্পের নামগতিধারা প্রকল্প
প্রদানকারী সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
প্রকল্পের উদ্দেশ্যরাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান
আবেদনকারীর বয়স২৫-৪৫ বছর
প্রদত্ত রাশি১,৫০,০০০
আবেদনের পদ্ধতিঅনলাইন আবেদন
হেল্পলাইন নাম্বার 033-2262-5837

বাণিজ্যিক কাজের জন্য গাড়ি কিনতে পারেন বেকার যুবক-যুবতীরা। গাড়ি কেনার সময় ৩০% ভর্তুকি সহ ৬৫ শতাংশ ঋণ নিতে পারেন আপনি। অর্থাৎ মাত্র ৫% টাকা আপনাকে দিতে হবে। তবে ঋণ পাওয়ার ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নিয়ম রয়েছে। পুরুষরা ১ লক্ষ টাকা পর্যন্ত এবং মহিলারা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এছাড়া এখানে ঋণ শোধ করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা থাকেনা।

গতিধারা প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক গাড়ি কেনার সময় পরিবহণ দপ্তরের বেশ সহজেই গাড়ির পারমিট করে দেয়। ঋণ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গে অবস্থিত যেকোন Nationalised Bank, Regional Rural Bank, Co-operative Bank বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কারা এই গতিধারা প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gatidhara Scheme এর জন্য নিম্নোক্ত যোগ্যতার প্রয়োজন 

  • যিনি আবেদন করছেন তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের মাসিক আয় হতে হবে ২৫,০০০ টাকার মধ্যে।
  • আবেদনকারীর বয়স থাকতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে OBC হলে ৪৮ বছর পর্যন্ত এবং ST/SC-রা ৫০ বছর পর্যন্ত আবেদন
  • করতে পারেন।
  • মাথায় রাখবেন, পরিবারের একজন সদস্যই এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন।
  • যে গাড়িটি কিনতে চাইছেন সেই শ্রেণীর গাড়ির লাইসেন্স থাকা আবশ্যক।

এছাড়া আবেদনকারীকে নিজের নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত করতেই হবে। গতিধারা প্রকল্পের আওতায় কোনো ব্যক্তি বাস, ট্যাক্সি, অটোরিকশা, টোটো সহ সবধরনের বাণিজ্যিক যানবাহন কিনতে পারেন।

কোন কোন নথি জমা দিতে হবে?

  1. ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
  2. ভোটার কার্ড / আধার কার্ড
  3. বয়সের প্রমাণ পত্র
  4. জাতির শংসাপত্রের ফটোকপি
  5. স্থায়ী আবাসনের ঠিকানা
  6. পাসপোর্ট সাইজ ছবি
  7. আয়ের শংসাপত্র
  8. ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার ফটোকপি
  9. গাড়ির পারমিটের জন্য আবেদনপত্রের জেরক্সকপি
  10. ডিলারের তরফে দেওয়া কোটেশন নাম্বার লেখা প্রমাণ পত্রের ফটোকপি

তাহলে এই প্রকল্পে আবেদন করবেন কীভাবে?

  1. প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করতে হবে। এবার কোন জায়গা থেকে কোন গাড়িটি কিনবেন সেটাও জানাতে হবে। বাড়িতে বসেও অনলাইনের মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন।
  2. এক্ষেত্রে প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজের ডানদিকে ‘New Enrollment Job Seeker’ ক্লিক করে Terms and Condition -এ ঠিক ক্লিক করে ‘Accept and Continue’ অপশনে ক্লিক করুন।
  3. পরবর্তী পেজে সমস্ত তথ্য পূরণ করে গুরুত্বপূর্ণ নথি আপলোড করে ‘Submit’ অপশনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ বিদ্যুতের বিল নিয়ে নো চিন্তা, রাজ্য সরকারের এই প্রকল্পে মিলবে ৩০০ টাকার ছাড়!

প্রকল্পের আবেদন পদ্ধতি করুন এইভাবে :

  • প্রথমে Gatidhara Scheme অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Annexure-I, Annexure-II, Annexure-III, তিনটি আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন।
  • ফর্ম গুলিতে সমস্ত তথ্য প্রমাণ দিয় পূরণ করে নিন। সাথে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথির ফটোকপি জুড়ে দিন।
  • শেষমেষ আবেদনপত্রগুলিকে একটি খামে ভরে নিকটবর্তী পরিবহন পরিকাঠামো উন্নয়ন নিগমের দপ্তরে গিয়ে জমা দিয়ে আসুন।
  • আবেদনপত্রটি যাচাই হলে আপনার ফোন নাম্বারে একটি মেসেজ আসবে। সেখান থেকেই জানতে পারবেন আপনার আবেদনপত্রটি অনুমোদিত হয়েছে কিনা।

এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট: https://employmentbankwb.gov.in/

গতিধারা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট: https://wb.gov.in/government-schemes-details-gatidhara.aspx