EWS Certificate 2024: জেনারেল কাস্টরাও পাবে সরকারি সংরক্ষণ, ঝটপট আবেদন করুন EWS সার্টিফিকেটের জন্য, দেখে নিন পদ্ধতি

EWS Certificate Application 2024: সরকারি চাকরির ক্ষেত্রে গরিবদের জন্য কিছুটা সংরক্ষণ করার নিয়ম চালু হয়েছে। সেই সুবিধা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে EWS Certificate জারি করা হচ্ছে। এই সার্টিফিকেট থাকলে আর্থিক অবস্থার ভিত্তিতে কিছু বিশেষ সুবিধা পাওয়া যাবে। আপনিও যদি গরিব হয়ে থাকেন আর সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাহলে এই সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। কিভাবে আবেদন করতে হবে? কি কি লাগবে? সমস্ত কিছু বিস্তারিত ভাবে জানানো হল আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

EWS Certificate

প্রথমেই বলে রাখি EWS এর পুরো কথা হল “Economically Weaker Section” অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বলদের বোঝানো হচ্ছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই সার্টিফিকেট প্রদান করা হয়। যার ফলে শিক্ষাক্ষেত্রে হোক বা সরকারি চাকরির ক্ষেত্রে ১০% আসন সংরক্ষিত করা থাকবে। তাই নিম্ন আয়ের যে কেউ এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। নিচে আবেদনের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল।

কিসের শংসাপত্রEWS Certificate (Economically Weaker Section Certificate)
চালুর বছর2021
কোন ক্ষেত্রে সংরক্ষণআর্থিক দুর্বলতার ভিত্তিতে সংরক্ষণ
কারা সুবিধা পাবে? আর্থিকভাবে পিছিয়ে পড়া জেনারেল কাস্ট এর মানুষ
কত শতাংশ সংরক্ষণ১০ শতাংশ
পারিবারিক আয়বছরে ৮ লক্ষ টাকার কম
আবেদনের পদ্ধতিঅনলাইন ও অফলাইন
পুনর্নবীকরণের মেয়াদএকবছর
অফিসিয়াল ওয়েবসাইটhttps://castcertificatewb.gov.in

EWS Certificate থাকলে কি কি সুবিধা পাওয়া যাবে? (Benefits of EWS Certificate)

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এই EWS Certificate থাকলে একাধিক সুবিধা প্রদান করা হবে। সেগুলি নিচে জানানো হলঃ

  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে ১০% সংরক্ষণ প্রদান করা হবে।
  • এই সার্টিফিকেট থাকলে অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যেতে পারে।
  • এই সার্টিফিকেট থাকলে জেনারেল কাস্ট হলেও কিছুটা সংরক্ষণ পাওয়া যায় ফলে শিক্ষা হোক বা চাকরি উভয় ক্ষেত্রেই কিছুটা হলেও অগ্রাধিকার মেলে।

EWS সার্টিফিকেট পাওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন? (Eligibility to get EWS Certificate)

যে কেউ চাইলেই EWS Certificate এর জন্য আবেদন করতে পারবেন না। তার জন্য কিছু যোগ্যতা থাকতে হবে, সেগুলি সম্পর্কে নিচে জন্য হলঃ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • আবেদনকারীকে অবশ্যই জেনারেল কাস্ট হতে হবে।
  • আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের যদি জমি থাকে তাহলে তার পরিমাণ ৫ একর বা তার কম হতে হবে।
  • আবেদনকারী যদি গ্রামে বিশ্বাস করে তাহলে বাড়ির মাপ ২০০ বর্গ গজের মধ্যে হতে হবে। আর যদি শহরে পৌরসভা এলাকায় হয় তাহলে ১০০ বর্গ গজের মধ্যে হতে হবে।
  • যদি ফ্লাট বাড়ি হয় তাহলে সেটা ১০০০ বর্গ ফুটের মধ্যে হতে হবে।

EWS সার্টিফিকেট প্রদানকারী সংস্থা কোনগুলি? (EWS Certificate Issuing Authority)

  • জেলা ম্যাজিস্ট্রেট
  • সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট
  • জেলা প্রশাসক মো
  • জেলা রাজস্ব অফিস
  • তালুকা ম্যাজিস্ট্রেট
  • নির্বাহী ম্যাজিস্ট্রেট
  • কালেক্টর
  • প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট
  • চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস : Documents Required for EWS Certificate Application

  • আধার কার্ড, ভোটার কার্ড
  • রেশন কার্ড, প্যান কার্ড
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট
  • আবেদনকারীর একটি স্ব-ঘোষণা পত্র
  • জমি বা সম্পত্তির নথি

পশ্চিমবঙ্গে অনলাইনে EWS সার্টিফিকেটের জন্য আবেদনের পদ্ধতিঃ (How to Apply Online for EWS Certificate)

যদি অনলাইনে এই সার্টিফিকেটের আবেদন করতে চান তাহলে প্রথমেই আপনার রাজ্যে EWS আবেদনের নম্বরের প্রয়োজন হবে। সেটা যদি থাকে সেক্ষেত্রে অনলাইনে আবেদনের পদ্ধতি হলঃ

  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর সেখানে প্রথমে EWS ও পরে “Apply for EWS” লেখা অপশনে ক্লিক করতে হবে।
  • এবার যে স্ক্রিন খুলবে সেখানে রাজ্য না কেন্দ্র সেটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এরপর যে যে তথ্য চাওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে ফিলআপ করতে হবে। ফিলআপ করা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী ধাপে ডকুমেন্টস আপলোড করতে হবে। এর জন্য নথিপত্রগুলিকে 100kb সাইজের করে রাখতে হবে। সেগুলোকে আপলোড করে দিতে হবে।
  • ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর সবটা একবার চেক করে Submit বাটনে ক্লিক করতে হবে তাহলেই হয়ে যাবে।

আরও দেখতে পারেনঃ ৮০০ টাকা করে পাবে পঞ্চম-অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা! দেখে নিন শিক্ষাশ্রীতে আবেদনের পদ্ধতি

অফলাইনে কিভাবে EWS সার্টিফিকেটের জন্য হবেন করবেন? (Offline Application process for EWS Certificate)

যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে প্রথমে আবেদনের ফর্ম জোগাড় করতে হবে। এছাড়া আপনি চাইলে অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারেন।

তারপর সেই ফর্মে সমস্ত সঠিক তথ্য ফিলআপ করে নিতে হবে। এরপর সেটার সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একসাথে করে সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে। জমা দেওয়ার পর ২-৩ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে মাঝে আপনি নিজেও স্ট্যাটাস চেক নিতে পারবেন।

EWS সার্টিফিকেটের আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতিঃ (How to check status of EWS Certificate)

যদি আপনি EWS সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন তাহলে চাইলে অনলাইনে তার স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন তার পদ্ধতি হল নিম্নরুপঃ

  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে EWS সেকশনে ক্লিক করুন। এরপর “Application Check” অপশনে ক্লিক করুন।
  • এবার যে উইন্ডো এল সেখানে নিজের Application No দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলেই আপনার আবেদনের স্থিতি দেখিয়ে দেওয়া হবে।
  • অ্যাপ্লিকেশন স্ট্যাটাস Approved / Pending / Rejected এই তিনটির মধ্যে কোন একটি দেখাবে। যদি Approved থাকে তাহলে ১৫ দিনের মধ্যেই সার্টিফিকেট পাওয়া যাবে।