আমাদের দেশে ক্ষুদ্র ব্যবসায়ীদের সংখ্যা অনেকটাই বেশি। অথচ ক্ষুদ্র ব্যবসা হওয়ার কারণে ব্যাঙ্ক থেকে লোন পেতে অনেক সমস্যা হয়। তাই এবার ছোট ব্যবসায়ী তথা গরিবদের সাহায্যের জন্য চালু করা হয়েছে PM SVANidhi Yojana। এই প্রকল্পের মাধ্যমে ছোট ব্যবসায়ী বা রাস্তার ঠাকরে দোকান থাকা মানুষদের ১০০০০ টাকা দেবে সরকার। অবশ্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকলে এর থেকেও বেশি টাকাও পাওয়া যেতে পারে। কিভাবে ও কোথায় আবেদন করতে হবে? আজকের প্রতিবেদনে রইল বিস্তারিত তথ্য।
PM Svanidhi Yojana
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে প্রথম এই প্রকল্পের সূচনা করেন। স্বনিধি প্রকল্পের মাধ্যমে গ্রাম থেকে শহরে রাস্তার ধারে যে সমস্ত মানুষেরা ব্যবসা করেন বা খুদরী ব্যবসায়ী তাদের জন্য সহজে লোন দেওয়া হচ্ছে। এর ফলে অসংগঠিত সেক্টরের লোকেরা কিছুটা পুঁজি পেতে পারেন যা নতুন মালপত্র তুলে ব্যবসা বাড়াতে অনেকটা সাহায্য করতে পারে। তাই আপনি যদি স্বনিধি প্রকল্পের জন্য যোগ্য হন অবশ্যই আবেদন করতে পারেন।
প্রকল্পের নাম | PM SVANidhi Yojana |
প্রদানকারী সংস্থা | কেন্দ্রীয় সরকার |
ঋণের পরিমাণ | ১০,০০০ টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | https://pmsvanidhi.mohua.gov.in/ |
পিএম স্বনিধি প্রকল্পের সুবিধাঃ
- এই প্রল্পের দৌলতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০,০০০ টাকা পড়ন্ত কোনো ডিপোজিট বা বন্ধক ছাড়াই লোন দেওয়া হবে।
- অন্যান্য ব্যাঙ্ক লোন বা প্রাইভেট লোণের তুলনায় PM SVANidhi প্রকল্পে দেওয়া লোনের সুদের হার অনেকটাই কম। মাত্র ৭% সুদে ঋণ দেওয়া হবে।
- এই প্রকল্পে আবেদনের পদ্ধতিও খুবই সহজ। ব্যাঙ্ক থেকে এই প্রকল্পের জন্য ফর্ম নিয়ে ফিলাপ করে জমা দিলেই প্রসেস করা হবে। এছাড়া অনলাইনেও আবেদন করা যেতে পারে। লোনের জন্য আলাদা করে কোনো প্রসেসিং ফিজ দিতে হবে না।
- পিএম স্বনিধি প্রকল্প ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের জন্য প্রতিমাসে ১০০ টাকা করে পুরস্কৃত করে।
PM SVANidhi Scheme এর যোগ্যতাঃ
- যে আবেদন করছেন তার রাস্তার ধারে একটি ব্যবসা থাকতে হবে। আর স্থানীয় সরকারি সংস্থার দ্বারা সেই ব্যবসার প্রমাণ পত্র থাকতে হবে। যেমন পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স।
- যারা ব্যবসার শংসাপত্র পাননি তারাও আবেদন করতে পারেন তবে সেটা বিশেষ ক্ষেত্রে।
- যে সমস্ত ব্যবসায়ীদের জমি মাপার সময় বাদ পড়েছে তারা স্থানীয় সংস্থা বা টাউন ভেন্ডিং কমিটির সুপারিশ পত্র নিয়ে লোনের জন্য আবেদন করতে পারবেন।
কিভাবে PM SVANidhi এর জন্য Online Apply করবেন?
- প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর সেখান থেকে ১০,০০০ টাকার লোনের বাটনে ক্লিক করতে হবে।
- এবার যে স্ক্রিন খুলবে সেখানে আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার আর ক্যাপচা কোড দিয়ে সাবমিট করতে হবে।
- এরপর আপনার মোবাইলে যে OTP এসেছে সেটা এন্ট্রি করে ভেরিফাই করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
- লগইন হওয়ার পর আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে সেটাকে যথাযথ তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ হয়ে গেলে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে।
- ডকুমেন্টস আপলোডের পর শুরু থেকে সবটা একবার চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন কমপ্লিট।
আরও পড়ুনঃ বেকারদের গাড়ি কিনতে ১,৫০,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! এভাবে করুন আবেদন
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- ব্যবসার প্রমাণপত্র
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- ব্যাঙ্ক স্টেটমেন্ট
- চালু মোবাইল নাম্বার
কিভাবে PM SVANidhi এর স্ট্যাটাস চেক করবেন?
একবার আবেদন করা হয়ে গেলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করলেই নিজের আবেদনের স্টেটাস দেখতে পারবেন। তাই আপনি যদি এই লোন পেতে চান আবেদন করে নিতে পারেন। আর প্রথমবার লোন নেওয়ার পর সেটা ঠিকমত পরিশোধ করতে পারলে আরও বেশি টাকা লোন পাওয়া যাবে।