Samudra Sathi Prakalpa 2024 : মৎস্যজীবীরা বছরে পাবে ১০,০০০ টাকা, দেখে নিন সমুদ্র সাথী প্রকল্পে আবেদনের পদ্ধতি

Samudra Sathi Prakalpa : পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাধারণ মানুষ তথ্য গরিবদের জন্য একাধিক জনকল্যাণমূলক চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে একটি হল সমুদ্র সাথী প্রকল্প।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আসলে মৎস্যজীবীদের জীবিকা সম্পূর্ণ সমুদ্রের বা নদীর উপর নির্ভর করে। কাজের ক্ষেত্রে নানা ধরণের বিধি নিষেধ থাকলেও তাদের জন্য আদা করে কোনো প্রকল্প নেই। তাই মৎস্যজীবীদের কথা মাঠটি রেখেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই সমুদ্র সাথী প্রকল্প চালু করা হয়। আপনি যদি একজন মৎসজীবি হন তাহলে আজকের প্রতিবেদনে কিভাবে আবেদন করতে পারবেন? কবে টাকা পাবেন? সেই সমস্ত তথ্য পেয়ে যাবেন।

সমুদ্র সাথী প্রকল্প (Samidra Sathi Prakalpa 2024)

পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মৎসজীবীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সমুদ্র সাথী প্রকল্পের সূচনা করেন। মূলত ১৫ই এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। যার ফলে মৎসজীবীদের জীবিকা ও আয়ের ব্যাপক ক্ষতি হয়।

তাই এই সময় রাজ্যের জেলে বা মৎসজীবীদের যাতে আর্থিক সংকটের মধ্যে না পড়তে হয়, সেই ভেবেই এই প্রকল্প। রাজ্যের তিনটি নদী সংলগ্ন জেলার (পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা) মৎস্যজীবীদের প্রতিবছর এই প্রকল্পের মাধ্যমে ১০,০০০ টাকা করে দেওয়া হয়ে বলে জানানো হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
প্রকল্পের নাম সমুদ্র সাথী প্রকল্প
প্রদানকারী সংস্থা পশ্চিমবঙ্গ সরকার
বিভাগ মৎস বিভাগ
বরাদ্দকৃত বাজেট ২০০ কোটি
ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
মোট আর্থিক সাহায্যকাল ২ মাস
কোন কোন মাস এপ্রিল থেকে জুন
আবেদনের পদ্ধতি এখনও জানানো হয়নি (সম্ভবত দুয়ারে সরকার ক্যাম্প)

সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা : (Benefits of Samudra Sathi Prakalpa by West Bengal Government)

এই প্রকল্প আবেদন করলে একাধিক সুবিধা পাবেন মৎসজীবীরা। নিচে সেই সমস্ত সুবিধা তালিকার আকারে দেওয়া হলঃ

  • সমুদ্র সাথী প্রকল্পের জন্য ২০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। যার ফলে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ২ লক্ষ মৎস্যজীবীরা উপকৃত হবেন।
  • এই প্রকল্পে রেজিস্ট্রেশন হয়ে গেলে ৫০০০ টাকা করে দুই মাস অর্থাৎ মোট ১০,০০০ টাকার আর্থিক সাহায্য পাওয়া যাবে সরকারের তরফ থেকে।
  • সমুদ্র সাথী প্রকল্পে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত যে সময় মাছ ধরা নিষিদ্ধ থাকে সেই সময় টাকা দেওয়া হবে।

সমুদ্র সাথী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতাঃ (Eligibility Criteria for Samudra Sathi Scheme)

যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাদের আগে প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা কি আছে সেটা জেনে নিতে হবে। এই প্রকল্পের জন্য যোগ্যতা গুলি হল নিম্নরুপঃ

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শুধুমাত্র মৎসজীবি হলে তবেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  • পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণার মৎসজীবীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনকারীর বয়স নূন্যতম ২১ বছর বা তার বেশি হতে হবে।
  • আবেদনকারীর মৎসজীবি রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে।

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টসঃ (Documents Required for Application)

  • আধার কার্ড
  • স্থায়ী বাসস্থানের প্রমাণ
  • মৎসজীবি রেজিস্ট্রেশন কার্ড
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  • চালু মোবাইল নাম্বার
  • এক কপি কালার পাসপোর্ট ছবি

কিভাবে সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করবেন? (How to apply for Samudra Sathi Prakalpa 2024)

সমুদ্রা সাথী প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি বা অফিসিয়াল ওয়েবসাইট এখনও পর্যন্ত জানানো হয়নি। সম্ভবত দুয়ারে সরকারের ক্যাম্প থেকে বা BDO অফিসের মাধ্যমে এই প্রকল্পের ফর্ম পাওয়া যাবে।

ফর্ম পেলে সেটা সঠিক তথ্য দিয়ে পূরণ করে জমা দিতে হবে। এই প্রকল্পের জন্য যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট চালু করা হয় তাহলে তা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। আপাতত সমুদ্র সাথী প্রকল্পের যে কোনো আপডেট পাওয়ার জন্য wbfisheries.wb.gov.in এ ভিসিট করতে পারেন। 

আরও দেখুনঃ রাস্তার ধারে দোকান থাকলে মিলবে ১০,০০০ টাকা এভাবে করুন আবেদন

সমুদ্র সাথী প্রকল্প সম্পর্কে যোগাযোগঃ

আপনি যদি এই প্রকল্প সম্পর্কে বিশদে জানতে চান বা কোনোরকম সমস্যার কথা জানতে বা জানাতে চান তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বা মেল করে যোগাযোগ করতে পারবেন।