West Bengal Residential Certificate : স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা বাসস্থানের শংসাপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (Residential Certificate) আজকের দিনে দাঁড়িয়ে অতিগুরুত্বপূর্ণ একটি নথি হয়ে গিয়েছে। সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে যেমন অন্যান্য ডকুমেন্টসের সাথে জমা করতে লাগে তেমনি অনেক বেসরকারি ক্ষেত্রেও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসস্থানের শংসাপত্র লাগে। কিন্তু কিভাবে সেটা পাওয়া যাবে এটা অনেকেই জানেন না। এখন চাইলে খুব সহজে অনলাইনেই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাওয়া যেতে পারে। কিভাবে আবেদন করবেন? সবটা রইল আজকের প্রতিবেদনে।
স্থায়ী বাসিন্দা শংসাপত্র (Residential Certificate)
স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জারি করা একটি সরকারি নথি। যেটা একজন ব্যক্তির স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র হিসাবে গণ্য করা হয়। নূন্যতম ১৫ বছর একই জায়গায় বসবাস করলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যেতে পারে। কিভাবে অনলাইনে বাড়ি বসেই এই সার্টিফিকেট পাবেন? সেটার পদ্ধতি নিচে দেওয়া হল। তাই জানতে হলে এই আর্টিকেলটি শেষ অবধি পড়ুন।
রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সুবিধাঃ (Benefits of Residential Certificate)
কোনো এক ব্যক্তি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকলে কি কি সুবিধা পেতে পারেন? সেগুলি নিচে দেওয়া হলঃ
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র হিসাবে কাজ করবে।
- সরকারি যে কোনো সুবিধা পাওয়ার জন্য বা প্রকল্পে আবেদন করার সময় এই সার্টিফিকেটের প্রয়োজন হবে।
- অন্যান্য গুরুত্বপূর্ণ নথি তৈরিতে যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স তৈরির জন্য কাজে লাগবে।
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় এটি বাধ্যতামূলক করা হয়েছে।
- অনেক সময় চাকরির ক্ষেত্রেও স্থানীয় বাসিন্দা হওয়ার প্রমাণপত্র লাগে সেখানে কাজে লাগতে পারে।
অনলাইনে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদনের পদ্ধতিঃ (How to apply for Residential Certificate Online)
এখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরির জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। বাড়ি বসেই অনলাইনে পাওয়া যেতে পারে। কিভাবে আবেদন করবেন? তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে জানানো হলঃ
- প্রথমেই আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে (edistrict.wb.gov.in) চলে যেতে হবে। এরপর সেখানে “Register” বাটনে ক্লিক করতে হবে।
- তারপর নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জন্ম তারিখ ও ইউজার নেম দিয়ে রেজিস্টার করে নিতে হবে। এরপর ইউজার আইডি ও ক্যাপচা সল্ভ করে Sign In এ ক্লিক করলেই মোবাইলে OTP আসবে।
- মোবাইলে আসা OTP দিয়ে লগ ইন করে নিন। এরপর সামনে আবেদনপত্র খুলে যাবে। সেটিকে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। আবেদন পূরণ হয়ে গেলে সবটা একবার চেক করে নিয়ে সাবমিট করে দিতে হবে।
- আবেদন সাবমিট করে দিলেই একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে সেটাকে সেভ করে রেখে দিন। পরবর্তীকালে সার্টিফিকেট ডাউনলোড করতে এটি কাজে লাগবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents needed for Application)
- ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এর মধ্যে যেকোনো একটি
- মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড / জন্ম সার্টিফিকেট
- পঞ্চায়েত প্রধান / মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান / MLA এর থেকে বসবাসের সার্টিফিকেট
- একটি কালার পাসপোর্ট সাইজ ছবি
আরও পড়ুনঃ জেনারেল কাস্টরাও পাবে সরকারি সংরক্ষণ, ঝটপট আবেদন করুন EWS সার্টিফিকেটের জন্য, দেখে নিন পদ্ধতি
কিভাবে স্থায়ী বাসস্থানের শংসাপত্র ডাউনলোড করবেন ? (How to download Residential Certificate)
এর জন্য প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর সেখানে “Certificate Verification” অপশনে ক্লিক করতে হবে।
এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করলে আপনার Residential Certificate ডাউনলোড করে নিতে পারবেন।