২০১৯ এর আগে গ্যাস নিয়েছেন? এই কাজ না করলে বন্ধ হবে কানেকশন

বর্তমান সময় ধরিয়ে প্রায় প্রতিটা বাড়িতেই রান্নার জন্য LPG সিলিন্ডার ব্যবহার করা হয়। তবে যাদের বাড়িতে গ্যাস কানেকশন (লিপিগ Connection) রয়েছে তাদের জন্য সম্প্রতি সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা। হয়েছে সেখানে যেটা বলা হয়েছে তা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না করা হয় তাহলে গ্যাস কানেকশন বন্ধ করে দেওয়া হতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মূলত যারা ২০১৯ সালের আগে গ্যাসের কানেকশন নিয়েছিলেন তাদের উদ্দেশ্যেই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকাতে বলা নিয়ম মানতে হবে সকল LPG Gas Cylinder গ্রাহককেই। নাহলে আগামী ৩১ শে ডিসেম্বরের পর আর গ্যাস বুক করা যাবে না। কি করতে হবে? সেটাই জানাবো আজকের প্রতিবেদনে।

LPG Connection হোল্ডারদের জন্য নতুন নির্দেশিকা

যেমনটা জানা যাচ্ছে, যারা ২০১৯ সালের আগে গ্যাস কানেকশন নিয়েছেন তাদের নতুন করে e-KYC করতে হবে। যদি সেটা না হয় তাহলে গ্যাস কানেকশন বন্ধও করে দেওয়া হতে পারে।

মূলত কিছু মানুষ বাড়ির রান্নার জয় ব্যবহৃত সিলিন্ডার ব্যবসায়িক কাজের জন্য ব্যবহা করছিলেন। যেটা সম্পূর্ণ বেআইনি। তাদের ধরা ও এই কার্যকলাপ আটকানোর জন্যি এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুনরায় KYC করলেই গ্রাহকের সম্পর্কে লেটেস্ট আপডেট পাওয়া যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে গ্যাস কানেকশনের জন্য KYC করতে হবে?

কেওয়াইসি দুভাবে করা যেতে পারে। আপনি সোজাসুজি আপনার গ্যাস অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেব। অথবা অনলাইনের মাধ্যমে নিজেও KYC করে নিতে পারেন।

KYC করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড
  • গ্যাসের বই (কনজিউমার নাম্বার)
  • মোবাইল নাম্বার

গ্যাস অফিসে গিয়ে কিভাবে KYC করবেন?

বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত গ্রাহকেরা অফিসে গিয়ে কেওয়াইসি করাতে চান তাদের সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে অফিসে গিয়ে হাজির হতে হবে। এরপর সেখানেই বাকি কাজ করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ রাস্তার ধারে দোকান থাকলে মিলবে ১০,০০০ টাকা এভাবে করুন আবেদন

অনলাইনে বাড়ি বসে গ্যাসের KYC করার পদ্ধতিঃ

➦ প্রথমেই গুগুলে গিয়ে mylpg.in লিখে সার্চ করুন। তারপর সেখানে গিয়ে নিজের LPG Subscription ID দিয়ে সাবমিট করুন।

➦ এবার আপনার নাম চলে এলে Track Your Refil অপশনে ক্লিক করুন। তাড়পর Aadhar Authentication সিলেক্ট করে আঁধারের শেষ ৪টি সংখ্যা দিয়ে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন।

➦ আপনার আধার লিঙ্ক করা মোবাইলে একটি OTP আসবে। সেটা দিয়ে অথেনটিকেশন কমপ্লিট করতে হবে। ব্যাস তাহলেই আপনার অনলাইনে KYC করা কমপ্লিট।

** মনে রাখবেন গ্যাসের জন্য KYC আগামী 31th December 2024 এর মধ্যে কমপ্লিট করে নিতে হবে।