কৃষকদের জন্য দারুণ সুখবর! দিওয়ালির আগেই MSP বাড়ানোর ঘোষণা করল সরকার

MSP Increased before Diwali 2024: দুর্গাপুজোর পর সামনেই দীপাবলি আসন্ন। এমন সময় দেশের সমস্ত কৃষকদের জন্য এক দারুন খবর শোনালো কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ মন্ত্রিসভার বৈঠক হয়। যেখানে রবি ফসলের নূন্যতম সমর্থন মূল্য (Minimum Support Price) বা MSP বাড়ানোর ঘোষণা করা হয়েছে। যেটা শোনার পর হাসি ফুটেছে সমস্ত কৃষকদের মুখেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাড়ছে রবি ফসলের MSP

এদিন মন্ত্রিসভার বৈঠকের পর রবি ফসলের MSP বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। যার ফলে কৃষকেরা তাদের ফসলের আরও বেশি দাম পাবেন। এর ফলে তাদের আয়ের পরিবর্তন হবে। আগে যে দাম পেতেন তার থেকে এমএসপি বেড়ে যাওয়ায় বেশি টাকা আপওয়া যাবে। কত টাকা MSP বাড়ানো হয়েছে, তার তালিকা নিচে দেওয়া হলঃ

ফসলআগের MSP (₹ প্রতি কুইন্টাল)বর্তমান MSP (₹ প্রতি কুইন্টাল)কত টাকা বাড়ল (₹)
গম22752425150
সর্ষে 56505950300
ছোলা54505650210
মুসুর ডাল 64256700275
সূর্যমুখী 58005940140

MSP এর গুরুত্ব কি?

নূন্যতম সমর্থন মূল্যের (MSP) অর্থ হল যে দামে সরকার কৃষকদের থেকে ফসল কিনে থাকে সেই দাম। এটি আসলে চাষিদের একটি আর্থিক সুরক্ষা প্রদান করে। যেখানে সরকার যে দামে কিনবে সেটাই ফসলের নূন্যতম যায় হয়ে যায় ফলে কতটাকা পাওয়া যাবে সেটা আগে থেকেই বোঝা যায়। এই দাম চাষিদের আরও ভালো করে চাষের জন্য উৎসাহ দেয়।

MSP বাড়ানোর উদেশ্য ও তার প্রভাব

দেশের বেশিরভাগ লোক এখনও কৃষিক্ষেত্রের সাথে যুক্ত। তাই কৃষকদের আয় বাড়ানোর জন্য বদ্ধপরিকর সরকার /সেই কারণেই চাষিদের আয় বৃদ্ধির উদ্দেশ্যেই এই MSP বৃদ্ধি করা হয়েছে। রবি ফসল অক্টোবর থেকে নভেম্বর থেকে শুরু করে মার্চ ও এপ্রিল মাস পর্যন্ত চলে। গম, যব থেকে সর্ষে ও ছোলা এই ধরণের ফসল এই সময় চাষ হয়। এই সমস্ত ফসল চাষের পর সেগুলি বিক্রির দাম বেড়ে যাওয়ায় চাষিদের চাষের প্রতি আগ্রহ আরও বাড়বে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ কৃষকদের সোলার পাম্প দেবে কেন্দ্রীয় সরকার, সুবিধা পেতে এভাবে করুন আবেদন

কৃষকদের জন্য আরও একাধিক সুবিধা

শুধুমাত্র MSP এর বৃদ্ধির ঘোষণা নয়, এদিন আরও কিছু সুবিধা বাড়ানোর কথাও জানানো হয়েছে। এমএসপি হল চাষিদের আয় একটা নৃডিস্ট করার প্রচেষ্টা। এতে করে কোথাও না বিক্রি হলেও সরকার নির্দিষ্ট দাম কিনে নিলে ক্ষতি কম হয়। তাছাড়া এর ফলে আরও বেশি চাষের জন্য উৎসাহ দেয়।

তবে এবার জানা যাচ্ছে নতুন কৃষকদের জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে সরকার। যাতে করে বিশেষ ফান্ড গঠন করা হবে। এছাড়াও চাষের ক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ পক্রিয়া আরও সহজ করে তুলবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও অফিসিয়াল লিঙ্ক 

MSP কার্যকর হওয়ার তারিখ : ডিসেম্বর ২০২৪ 
আবেদন করার শেষ তারিখ : ১৫ই জানুয়ারি ২০২৪ 
অফিসিয়াল ওয়েবসাইট : msp.gov.in