Muktidhara Scheme: পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের জন্য সুখবর। মহিলাদের জন্য দারুণ সুযোগ হাতে এগিয়ে এল রাজ্য সরকার। রাজ্যের মহিলারা এবার স্বনির্ভর হতে পারবেন। এর জন্য পশ্চিমবঙ্গ সরকার মুক্তিধারা চালু করেছে। এই প্রকল্পের আওতায়, সরকার মহিলাদের আর্থিক সহায়তা, ট্রেনিং প্রদান করবে। এই প্রকল্পের বিশেষ সুবিধা পাওয়ার জন্য মহিলাদের কিছু বিশেষ শর্ত মানতেই হবে। এই প্রকল্প সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই নিবন্ধে দেওয়া হয়েছে যা প্রয়োজনীয়।
Muktidhara Scheme Highlights মুক্তিধারা প্রকল্প সম্পর্কে বিস্তারিত
প্রকল্পের নাম | মুক্তিধারা প্রকল্প (Muktidhara Scheme) |
প্রদানকারী সংস্থা | পশ্চিমবঙ্গ সরকার |
প্রকল্পের সূচনা | ২০১৩ |
কাদের জন্য প্রকল্প | মহিলা |
উদ্দেশ্য | নারীর স্বনির্ভরতা |
সুবিধার পরিমাণ | ট্রেনিং ও লোনের ক্ষেত্রে সুবিধা |
আবেদনের পদ্ধতি | অফলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | https://shg.wbscl.in/home/muktidhara |
মুক্তিধারা প্রকল্প কী (What is Muktidhara Scheme)?
স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নত জীবিকা নির্বাহ, দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ‘মুক্তিধারা’ নামে এই নতুন প্রকল্পের সূচনা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন। যথাযোগ্য প্রশিক্ষণ দেবে সরকার নিজেই।
Muktidhara Scheme এই প্রকল্প থেকে কী কী সুবিধা পাবেন?
- স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বিভিন্ন বিষয়ে স্বনির্ভর করার ব্যবস্থা করা হবে।
- প্রকল্পের আওতাভুক্ত গোষ্ঠীগুলির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।
- প্রথম ধাপে প্রতি স্বনির্ভর গোষ্ঠীকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দেওয়ার সহায়তা করা হবে।
- বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর গোষ্ঠীর আওতাভুক্ত করে ব্যাঙ্ক সংযুক্তিকরণের ব্যবস্থা করা হবে।
- ব্যাঙ্ক-এর চলতি সুদের উপর সর্বাধিক ৯ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে।
মনে রাখবেন, শুধুমাত্র হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়া জেলার সাধারণ মানুষ এই স্কিমের সুবিধা নিতে করতে পারবেন। তবে, সেক্ষত্রে মানতে হবে কিছু নির্দিষ্ট শর্তাবলী। চলুন সেগুলো দেখে নেওয়া যাক সেগুলো কী কী?
১. উপরে উল্লেখিত জেলাগুলির বাসিন্দাদের স্বনির্ভর গোষ্ঠী গঠন করতে হবে।
২. সর্বনিম্ন ৫ জন সদস্য নিয়ে স্বনির্ভর গোষ্ঠী গঠন করতে হবে।
৩. এক পরিবারের একজনই আবেদনকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে পারবেন।
৪. আগে স্বনির্ভর গোষ্ঠী গঠিত হলেও, যারা সরকার থেকে কোনরকম প্রশিক্ষণ পায়নি তারাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: অন্য কাস্টে বিয়ে করলে ৩০,০০০ টাকা দেবে সরকার! কীভাবে করবেন আবেদন?
Muktidhara Scheme মুক্তিধারা স্কিমের জন্য আবেদন করবেন কীভাবে?
মুক্তিধারা স্কিমের জন্য অফলাইনে আবেদন করতে পারবেন।
অফলাইনে আবেদন করবেন কীভাবে?
- অফলাইন আবেদন করার জন্য, আপনাকে নিজস্ব এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিসে যান।
- স্বনির্ভর গোষ্ঠীর সুপারভাইজারের সঙ্গে দেখা করুন।
- আপনার সমস্ত কথা শুনে, সুপারভাইজারের যদি মনে হয় তিনি আপনাকে দলে নিতে পারেন।
- তারপর আপনাকে আপনার প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হবে।
- নথিপত্রের জেরক্স জমা হিতে হবে প্রয়োজনে।
- এইভাবেই আবেদন করা যাবে।
মুক্তধারা প্রকল্প সম্পর্কে আরও জানতে প্রকল্পের ওয়েবসাইট ভিজিট করুন।
যোগাযোগের লিঙ্ক: ক্লিক করুন