October Free Ration Item List : পশ্চিমবঙ্গবাসী তথা যারা ফ্রি রেশন পেয়ে থাকেন রেশন কার্ডের মাধ্যমে তাদের জন্য বড় সুখবর। পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে অতিরিক্ত রেশনের সামগ্রী (Ration Item List) পাওয়া যাবে। সম্প্রতি এমনই সুখবর মিলেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে। তবে এখন প্রশ্ন হল কোন কার্ডে কত কেজি করে রেশন সামগ্রী পাওয়া যাবে? আজকের প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের।
আসলেই প্রত্যেক মানুষের শুরুতেই খাদ্য দপ্তরের তরফ থেকে নোটিশ দিয়ে কোন কার্ডে কতটা চাল গম ইত্যাদি পাওয়া যাবে তা জানিয়ে দেওয়া হয়। এ মাসেও তার অন্যটা হলো না মাসের পহেলা তারিখ আসতে না আসতেই অক্টোবর মাসে কোন কার্ডে কত কেজি করে চাল ডাল পাওয়া যাবে তার লিস্ট প্রকাশিত হয়েছে। নিচে কার্ড এর ভিত্তিতে রেশন সামগ্রীর পরিমাণ জানানো হলো।
অক্টোবর মাসে কোন কার্ডে কত কেজি চাল, ডাল মিলবে? (Free Ration Item List)
বর্তমান রাজ্যে মোট তিন ধরণের কার্ড প্রচলিত রয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় AAY বা অন্তর্দয়া অন্ন যোজনা কার্ডে। এরপর SPHH ও PHH বা প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড গ্রাহকেরা। তারপর রয়েছে RKSY-1 ও RKSY-2 কার্ড। এই কার্ডে মাত্র ২ কেজি করে চাল দেওয়া হয়। অক্টোবর মাসে কোন কার্ডে কত কেজি চাল, গম ও চিনি পাওয়া যাবে তার তালিকা (Free Ration Item List) ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
RKSY-1 ও RKSY-2 গ্রাহকদের রেশন সামগ্রী
বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে কম সংখ্যক কার্ড হোল্ডার রয়েছে এই ক্যাটাগরিতে। আগে এই কার্ডে পাঁচ কেজি করে চাল ফ্রিতে দেওয়া হতো। কিন্তু সেই নিয়মে বদলেছে তাই এ মাসে অর্থাৎ অক্টোবরে এই কার্ড উপভোক্তা ২ কেজি করে চাল বিনামূল্যে পাবেন মাথাপিছু।
SPHH ও PHH রেশন কার্ড হোল্ডারদের রেশন সামগ্রী
রাজ্যের প্রায়োরিটি হাউজহোল্ড কার্ড উপভোক্তাদের অক্টোবর মাসে কার্ড পিছু ৩ কেজি চাল ও এক কেজি ৯০০ গ্রাম করে আটা বিনামূল্যে দেওয়া হবে। তবে যদি কেউ গম না নিতে চান তাহলে তাকে অতিরিক্ত দু কেজি অর্থাৎ মোট পাঁচ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে।
আরও পড়ুনঃ রাস্তার ধারে দোকান থাকলে মিলবে ১০,০০০ টাকা এভাবে করুন আবেদন
AAY বা অন্তর্দয়া অন্ন যোজনা কার্ড হোল্ডারদের রেশন সামগ্রী
রাজ্যের সবথেকে গরীব মানুষদের জন্য এই কার্ডের মাধ্যমে কোটা মাসের বিনামূল্যের আসন সামগ্রী প্রদান করা হয়। আপনার কাছে যদি এই কার্ড থাকে তাহলে অক্টোবর মাসে কার্ড পিছু ২১ কেজি চাল ও ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বিনামূল্যে পাওয়া যাবে। তবে এক্ষেত্রেও যদি কেউ গম না নিতে চান তাহলে তার বদলে ১৪ কেজি চাল নিয়ে নিতে পারেন। এছাড়াও এই কার্ডে এক কেজি করে চিনি বিনামূল্যে দেওয়া হবে।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি আটকাতে ইতিমধ্যেই রেশন কার্ডের e-KYC করানো হয়েছে। মূলত ভুয়ো কার্ড বাতিল করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাদের কার্ডের সাথে আধার কার্ড লিংক করা এখনও বাকি তাঁরা এই মাস থেকেই আর রেশন তুলতে পারবেন না। তাই আপনার যদি এমাসে রেশন তুলতে সমস্যা হয় অবশ্যই রেশন কার্ডের e-KYC করা আছে কি না ডিলারের সাথে সেই ব্যাপারে কথা বলুন।