কবে ঢুকবে PM Kisan যোজনার টাকা? দেখুন অনলাইনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের জন্য যে সকল প্রকল্প চালু করা হয়েছে তারমধ্যে অন্যতম পিএম কিষাণ যোজনা (PM Kisan)। যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের আওতায় নাম রেজিস্ট্রার করিয়েছেন তাদের বছরে ৬০০০ টাকার অর্থ সাহায্য করা হয়ে থাকে। আপনিও যদি আবেদন করে থাকেন তাহলে কবে টাকা পাবেন অনলাইনেই জেনে নিতে পারেন। আজকের প্রতিবেদনে সেই পদ্ধতি সম্পর্কেই জানানো হল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনলাইনে পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস চেকিং

এখন বাড়িতে কম্পিউটার বা মোবাইলের সাহায্যেই খুব সহজে পিএম কিষাণের স্ট্যাটাস চেক করে নেওয়া যায়। কিভাবে সেটা করবেন? নিচে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেওয়া রইল :

  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিঙ্ক দেওয়া আছে) চলে যেতে হবে।
  • এরপর সেখানে “Know Your Status” অপশনে ক্লিক করুন। তাহলেই রেজিস্ট্রেশন নাম্বার চাইবে।
  • এখানে নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচা কোড এন্টার করুন তারপর Get OTP তে ক্লিক করতে হবে।
  • এবার আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা OTP আসবে। সেটা এন্টার করার পর ‘Get Data’তে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন।

PM Kisan এ কি কি চেক করতে হবে?

আপনি ঠিক সময়ে টাকা পাবেন কি না তার জন্যই স্ট্যাটাস চেক করা। তাই স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিক আছে কি না সেটা দেখে নিতে হবে। এক্ষেত্রে মূলত তিনটি জিনিস আগে চেক করতে হবে সেগুলি হল

  • Land Seeding এ Yes থাকতে হবে
  • E-KYC স্ট্যাটাস Done / Yes থাকতে হবে
  • Aadhar Bank Account Seeding Status YES থাকতে হবে

আরও পড়ুনঃ বিদ্যুতের বিল নিয়ে নো চিন্তা, রাজ্য সরকারের এই প্রকল্পে মিলবে ৩০০ টাকার ছাড়!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই তিনটি অপশনে যদি Yes লেখা দেখায় তাহলে জানবেন আপনার আবেদন ঠিকঠাক আছে। আপনি যথা সময়ে টাকা পেয়ে যাবেন। কিন্তু এর মধ্যে কোনো একটি বা একাধিক অপশনে NO থাকলে আপনাকে আবেদন আবারও চেক করতে হবে।

PM Kisan Official Website : অফিসিয়াল ওয়েবসাইট ↗