Sikshashree Scheme : পশ্চিমবঙ্গের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প লঞ্চ করা হয়েছে সরকারের তরফ থেকে। সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া থেকে নবান্ন স্কলারশিপ, মেয়েদের জন্য কন্যাশ্রী ইত্যাতি। তবে আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল শিক্ষাশ্রী প্রকল্প। আজকের প্রতিবেদনে এই প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যায়? কিভাবে আবেদন করতে হয়? এই সমস্ত তথ্য তুলে ধরব আপনাদের জন্য।
শিক্ষাশ্রী প্রকল্প (Sikshashree Scheme)
২০১৪ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই প্রথম চালু হয় শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পের দ্বারা রাজ্যের SC ও ST পড়ুয়াদের পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়। আসলে এখনও এমন অনেক সংখকযালঘু জাতি ও উপজাতির পড়ুয়া রয়েছে যাদের ইচ্ছা থাকলেও পড়াশোনা করার জন্য আর্থিক সামর্থ্য থাকে না। তাই তাদের আর্থিক সাহায্য করে পড়াশোনা বজায় রাখাটাই হল এই শিক্ষাশ্রী প্রকল্পের উদ্দেশ্য।
প্রকল্পের নাম | শিক্ষাশ্রী প্রকল্প (Sikshashree Scheme) |
প্রদানকারী সংস্থা | পশ্চিমবঙ্গ সরকার |
দায়িত্বপ্রাপ্ত বিভাগ | অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর |
প্রকল্পের সূচনা | ২০১৪ সাল |
কাদের জন্য প্রকল্প | পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর SC/ST ছাত্র-ছাত্রীরা |
উদ্দেশ্য | শিক্ষার্ধীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য |
বৃত্তির অনুদান | সর্বনিম্ন ৫০০ টাকা ও সর্বোচ্চ ৮০০ টাকা |
আবেদনের পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | http://202.66.172.169/ |
হেল্পলাইন নাম্বার | 08420023311 |
শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাঃ (Benefits of Sikshashree Scheme)
- এই প্রকল্পে নাম না নথিভুক্ত করলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত SC ও ST ছাত্রছাত্রীরা বার্ষিক ৮০০ টাকা করে আর্থিক অনুদান পাবে।
- প্রতি বছর যে টাকা দেওয়া হবে সেটা সরাসরি পড়ুয়াদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।
শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতাঃ (Eligibility Criteria for Sikhashree)
যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইছো তাদের কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। নিচে সেগুলি সম্পর্কে জানানো হলঃ
- আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই SC বা ST উপজাতির হতে হবে।
- যে প্রার্থী আবেদন করবে তার পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার নিচে হতে হবে।
- পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
- আবেদনকারী পড়ুয়ার রাষ্ট্রায়াত্ত কোন একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।
- অন্য কোনো সরকারি প্রকল্পের দৌলতে যদি আর্থিক সুবিধা পেয়ে থাকে তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবে না।
শিক্ষাশ্রী প্রকল্পে দেওয়া আর্থিক অনুদানের পরিমাণ
এই প্রকল্পে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়। তবে আলাদা ক্লাসের জন্য আলাদা আলাদা টাকা দেওয়া হয়। ক্লাস ভিত্তিক নিচে টাকার অঙ্ক নিচে দেওয়া রইল।
শ্রেণী | আর্থিক অনুদান (বার্ষিক) |
পঞ্চম শ্রেণী | ৫০০ টাকা |
ষষ্ঠ শ্রেণী | ৬০০ টাকা |
সপ্তম শ্রেণী | ৭০০ টাকা |
অষ্টম শ্রেণী | ৮০০ টাকা |
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস : (Documents needed for Application)
- আধার কার্ড
- বার্থ সার্টিফিকেট
- স্থায়ী বাসংস্থানের প্রমাণপত্র
- পারিবারিক আয়ের শংসাপত্র
- চালু মোবাইল নাম্বার
- আবেদনকারীর নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- কালার পাসপোর্ট সাইজ ছবি
শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতিঃ
যে সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে চাও তারা দুভাবে আবেদন করতে পারো। একটি অনলাইন পদ্ধতি ও আরেকটি অফলাইন পদ্ধতি। নিচে দুটি পদ্ধতি সম্পর্কেই জানানো হল।
শিক্ষাশ্রী প্রকল্পে অনলাইনে আবেদনের পদ্ধতিঃ (How to Apply Online for Sikhshashree Scheme)
এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাইলে কিভাবে করবে সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ নিচে জানানো হলঃ
- প্রথমে এই স্কলারশিপের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে নাম ফোন নাম্বার ও কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে হোমপেজে গিয়ে “Sikshashree Scheme 2024” অপশনে ক্লিক করতে হবে। তাহলে একটা লগইন করার জায়গা আসবে। সেখানে রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
- লগ ইন হওয়ার পর Application এ ক্লিক করুন। তারপর Fresh Application এ ক্লিক করতে হবে।
- ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে ফর্ম খুলে যাবে সেখানে সমস্ত তথ্য সঠিভাবে দিয়ে সাবমিট করে দিতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন হল। এরপর সব ঠিক থাকলে সোনা অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
আরও দেখতে পারেন : বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা, দেখুন স্বাস্থ্য সাথী প্রকল্পে আবেনদের পদ্ধতি
শিক্ষাশ্রী প্রকল্পে অফলাইনে আবেদনের পদ্ধতিঃ (Apply offline for Sikshashree Scheme)
যদি কেউ অনলাইনে আবেদন না করতে না পারো তাহলে অফলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে পড়ুয়াকে নিজের স্কুল থেকেই আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর সেটা ফিলআপ করে স্কুলেই জমা দিতে হবে। সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস দিয়ে দিতে হবে। নিচে ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া রইল।
শিক্ষাশ্রী প্রকল্পের ফর্ম PDF > শিক্ষাশ্রী প্রকল্পের ফর্ম
Sikshashree Prakalpa Form PDF Download > Sikshashree Prakalpa Form
শিক্ষাশ্রী প্রকল্পের হেল্পলাইন :
শিক্ষাশ্রী প্রকল্পের ফর্ম ফিলআপ করতে গিয়ে বা কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো।
শিক্ষাশ্রী হেল্পলাইন নাম্বার : 08420023311