ফিক্সড ডিপোজিট টাকা রেখেই কোটিপতি! চড়া সুদ দিচ্ছে এই ৪ ব্যাঙ্ক

বর্তমান সময়ে দাঁড়িয়ে কষ্ট করে উপার্জন করা টাকা সঞ্চয় করতে চান সকলেই। কিন্তু কোথায় টাকা রাখলে ভালো রিটার্ন পাওয়া যাবে এটা বুঝতে কম বেশি সমস্যা হয় অনেকেরই। তাছাড়া শুধু টাকা লাগালেই হয় না, সুরক্ষারও একটা ব্যাপার থাকে। এই সমস্ত কারণেই ফিক্সড ডিপোজিট টাকা রাখতে বেশ পছন্দ করেন বয়স্করা। এতে একদিকে যেমন ভালো সুদ পাওয়া যায় তেমনি টাকাও একেবারে নিরাপদ থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে সমস্ত ব্যাঙ্কের FD এর ইন্টারেট রেট সমান হয়। কেউ কম তো কেউ বেশি দেয়। সাধারণত প্রাইভেট ব্যাঙ্কে গ্রাহকদের আকর্ষণের জন্য ভালো ইন্টারেট দেওয়া হয়ে থাকে। তবে আজকের প্রতিবেদনে আপনাদের এমন চারটি সরকারি ব্যাঙ্কের সম্পর্কে জানাবো যারা বাজারের তুলনায় বেশ ভালো সুদ দিচ্ছে। এমনকি ফিক্সড ডিপোজিটে টাকা রেখেই আপনি কোটিপতি হয়ে যেতেও পারেন!

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)

ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি ব্যাঙ্কের তরফ থেকে একটি স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম চালু হয়েছে যার নাম ‘অমৃত বৃষ্টি’। এই স্কিমে টাকা রাখলে দুর্দান্ত রিটার্ন পাওয়া যাবে। ১৫ই জুলাই থেকে চালু হওয়া এই FD তে টাকা লাগাতে চাইলে আপনি নিকটবর্তী ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। বা YONO অ্যাপের মাধ্যমেও ইনভেস্ট করতে পারবেন। এক্ষেত্রে ৪৪৪ দিনের জন্য ইনভেস্ট করলে ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে।

ব্যাঙ্ক অফ বারোদা (Bank of Baroda)

এবছরে মনসুন ধামাকা হিসাবে দুটি ফিক্সড ডিপোজিট প্ল্যান এনেছে ব্যাঙ্ক অফ বারোদা। যেখানে ৩৯৯ দিনের জন্য FD করলে ৭.২৫% হারে সুদ পাবেন গ্রাহকেরা। আর যদি ৩৩৩ দিনের জন্য FD করেন তাহলে ৭.১৫% সুদ পাওয়া যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)

রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক Bank of India ও দেশের নাগরিকদের জন্য দুর্দান্ত Fixed Depojit স্কিম নিয়ে হাজির হয়েছে। যেখানে ৭.৩০% পর্যন্ত সুদ যাওয়া যাবে। আর যদি সিনিয়ার সিটিজেনরা টাকা রাখেন তাহলে আরও ০.৫% বেশি অর্থাৎ ৭.৮০% সুদ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে ৬৬৬ দিনের জন্য FD করতে হবে।

ইউনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India)

ফিক্সড ডিপোজিটে ভালো অফার দিচ্ছে উনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও। জানা যাচ্ছে ৩৩৩ দিনের FD এর জন্য ৭.৪০% সূদন দেওয়া হচ্ছে। আর যদি আপনি সিনিয়ার সিটিজেন হন তাহলে ০.৫০% বেশি ও সুপার সিনিয়ার সিটিজেন হলে ০.৭৫% বেশি সুদ পাওয়া যাবে।

এই ছিল সরকারি ব্যাংকগুলির Special Fixed Deposit এর সুদের হার। তবে আপনি ব্যাঙ্কে নিয়ে আরও অন্য কোনো বিশেষ অফার আছে কি না জেনে নিতেই পারেন।