SVMCM Scholarship 2024-25: শীঘ্রই শুরু হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন, আগে থেকেই তৈরী রাখুন এই ডকুমেন্টস

SVMCM Scholarship 2024-25 : ছাত্রছাত্রীদের জন্য সুখবর। শীঘ্রই শুরু হতে চলেছে বিকাশ ভবনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। এই আর্থিক বৃত্তির মাধ্যমে একাদশ শ্রেণী থেকে শুরু করে কলেজ এমনকি রিসার্চের পড়াশোনার জন্যও টাকা পাওয়া যাবে। কবে থেকে শুরু হবে আবেদন? সেই সম্পকে জানাবো আজকের প্রতিবেদনে। সাথে থাকবে SVMCM Scholarship সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship)

দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটি দারুণ সুযোগ নির্বিঘ্নে উচ্চশিক্ষার দিকে এগিয়ে যাওয়ার জন্য। শীঘ্রই আবেদন পক্রিয়া শুরু করা হবে তাই আগে থেকেই নিজেদের প্রস্তুত রাখা ভালো। এই মুহূর্তে আবেদনের অনলাইন পোর্টালে কাজ চলছে তবে সেটা খুব শীঘ্রই শিক্ষার্থীদের আবেদনের জন্য খুলে দেওয়া হবে।

আশা করা হচ্ছে পুজোর পরেই পোর্টালে খুলে দেওয়া হবে। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। আবেদনের সময় নিজের নামের বানান আধার কার্ড, ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই থাকতে হবে। এছাড়াও এটি মোবাইল নাম্বারই ব্যাঙ্ক ও আধার কার্ডে থাকতে হবে। যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে কিন্তু আবেদন বাতিল বলে গণ্য হবে।

স্কলারশিপের নামস্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship)
প্রদানকারী সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
টাকার পরিমাণRs- 12000 থেকে 60000
কোন শ্রেণী থেকে আবেদন করা যায়একাদ্বশ শ্রেণী থেকে রিসার্চ লেভেল পর্যন্ত
আবেদন শুরুর তারিখ এখনও জানানো হয়নি
অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in

SVMCM Scholarship এ আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

যারা আবেদন করতে চাও তাদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। নিচে সেই সম্পর্কে বিস্তারিত জানানো হল:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নাম : আবেদনকারীর প্রার্থীর নাম সর্বত্র একইভাবে থাকতে হবে। উদাহরণ স্বরূপ কারোর নাম যদি ABC KUMAR PAL হয়ে থাকে তাহলে সেটা সব জায়গাতেই থাকতে হবে। যদি কোথাও ABC KR PAL হয়ে গিয়ে থাকে তাহলে সেটা এখন থেকেই ঠিক করে নিতে হবে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট : স্কলারশিপে আবেদনের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টার তথ্য দিতে হয়। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকমত চালু আছে কি না। তাতে KYC দেওয়া আছে কি না এই সমস্ত তথ্য আগে থেকেই জেনে রাখা উচিত।

মোবাইল নম্বর : আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত যে মোবাইল নাম্বার দেবে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই মোবাইলে যেন রিচার্জ থাকে সেটা খেয়াল রাখতে হবে।

আয়ের শংসাপত্র : স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য আয়ের শংসাপত্র দিয়ে হয়। আবেদনের সময় সেটা বানাতে গেলে দেরি হয়ে যেতে পারে। তাই পারলে আগে থেকেই আয়ের শংসাপত্র (Income Certificate) বানিয়ে রাখতে পারলে সেটা সবচেয়ে ভালো হবে।

আধার কার্ড : আবেদনের সময় আধার কার্ড নাম্বার দিতে হবে। তাছাড়া আধার কার্ডের তথ্যের সাথে আবেদনের সময় দেওয়া তথ্য ম্যাচ করতে হবে। তাই নামের বানান, বাড়ির ঠিকানা সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি না আগে থেকেই চেক করে নিতে হবে। একইসাথে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে কি না সেটাও দেখে নিতে হবে।

আরও পড়ুনঃ ২০১৯ এর আগে গ্যাস নিয়েছেন? এই কাজ না করলে বন্ধ হবে কানেকশন

উপরিউক্ত বিষয়গুলি সম্পর্কে খেয়াল রাখলে বা আগে থেকে গুছিয়ে রাখলেই আবেদনের সময় কোনোরকম অসুবিধা হবে না। তবে আগামী দিনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত কোনো আপডেট থাকলে সেটা আমাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তাই খুঁটিনাটি তথ্যের জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো।