Swasthya Sathi Scheme: বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা, দেখুন স্বাস্থ্য সাথী প্রকল্পে আবেনদের পদ্ধতি

Swasthya Sathi Scheme 2024 : পশ্চিমবঙ্গের গরিব থেকে মধ্যবিত্ত সমস্ত ধরণের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পে প্রতিটি পরিবারকে একটি কার্ড দেওয়া হয়। যার দৌলতে সরকারি হাসপাতালের বাইরে প্রাইভেট হসপিটালেও চিকিৎসা করা যায় এবং টাকা সরকার পেমেন্ট করে দেয়। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন? কি কি সুবিধা পাওয়া যাবে? তার বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বাস্থ্যসাথী প্রকল (Swasthya Sathi Scheme)

রাজ্যবাসীকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের (Swasthya Sathi Scheme) সূচনা করেন। এই প্রকল্পের দৌলতে বাংলার প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হয়। যার ফলে সরকারি হাসপাতালের বাইরেও ক্যাশলেস পরিষেবা পাওয়া যায়। এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্র্যাং সমস্যায় অনেকটা সুরাহা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষকে মেডিকেল সুরক্ষা দেওয়াই ছিল সরকারের উদ্দেশ্য। কারণ চিকিৎসার খরচ অনেকের পক্ষেই বোঝা হয়ে যায়। তাছাড়া চিকিৎসার পাশাপাশি কিছু ক্ষেত্রে ওষুধের দাম ও যাতায়াতের খরচ ও দেওয়া হয়।

প্রকল্পের নামস্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme)
প্রদানকারী সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
বিভাগপশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং অর্থ দপ্তর
ঘোষণার দিন ২০১৬
বাজেট২৫১০ কোটি
প্রকল্পের উদ্দেশ্যরাজ্যের সকল পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্য বীমা প্রদান
বয়সের সীমানির্দিষ্ট কোন বয়স নেই
সরকারি অনুদানের পরিমাণ পরিবার পিছু ৫ লক্ষ টাকা বছরে
আবেদনের পদ্ধতিঅনলাইন ও অফলাইন
চিকিৎসার পেমেন্ট মোডক্যাশলেস বা স্মার্ট কার্ড দ্বারা
অফিসিয়াল ওয়েবসাইটswasthyasathi.gov.in
হেল্পলাইন নাম্বার18003455384

স্বাস্থ্যসাথী কার্ড থাকার সুবিধাঃ (Benefits of Swasthya Sathi Card)

  • স্বাস্থ্যস্বাথী প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের জন্য বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে।
  • এই প্রকল্পে মহিলাদের নামে কার্ড তৈরী হলে তার স্বামী, সন্তান, মা – বাবা থেকে ভাই সকলেই চিকিৎসা পেতে পারবে। যার খরচ স্মার্ট কার্ডের দ্বারা দেওয়া যাবে।
  • স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে পরিবারের সদস্যদের সমস্ত তথ্য দেওয়া থাকবে। আলাদা করে সকলের জন্য কার্ড বানাতে লাগে না। পরিবারে কোনো প্রতিবন্দি থাকলে তাকেও এই প্রকল্পে আনা হবে।
  • এই প্রকল্পের দৌলতে পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা পাওয়া যাব। শুধু হাসপাতালের নাম প্রকল্পের আওতায় আছে কি না জেনে নিতে হবে।
  • স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে আগে থেকে অসুস্থতা থাকলেও সেই রোগের চিকিৎসা ও ভালো ওষুধ পাওয়া যাবে।
  • স্বাস্থ্যসাথী প্রকল্পে যদি কেউ হাসপাতালে ভর্তি হয় তাহলে হাসপাতালের খরচ তো সরকারের তরফ থেকে মেটানো হবেই। একইসাথে ছুটি পাওয়ার পরের ৫ দিনের খরচও সরকারের তরফ থেকে দেওয়া হবে। এমনকি হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর বাড়ি যাওয়ার খরচ হিসাবে ২০০ টাকা ও সরকারি হাসপাতালে ভর্তির জন্য ৪০০-৭০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতাঃ (Requirement to apply for Swasthya Sathi Card)

  • এই প্রকল্পের জন্য আবেদনকারীকে অবশ্যই পুষ্পচিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • যে সমস্ত পরিবারের ব্যক্তিরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিম, ইএসআই বা সরকার ঘোষিত কোনো হেলথ ইন্সুরেন্স স্কিমে ইতিমধ্যেই নথিভুক্ত রয়েছেন তারা এই সুবিধা পাবেন না।
  • স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদনকারী প্রধান মহিলা ও তার স্বামী, মা, বাবা ১৮ বছর পর্যন্ত ছেলে ও ২১ বছর পর্যন্ত অবিবাহিত মেয়েরাই কভারেজ পাবেন।
  • তবে যদি কোনো শারীরিক প্রতিদ্বন্দ্বী এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয় তাহলে কোনো বয়স শিমা থাকবে না।
  • যারা সরকারি সংস্থা থেকে মাইনে পাব অথচ মেডিক্যালের সুবিধা পান না এমন ব্যক্তি বা তার পরিবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেনদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস : (Documents required to apply for Swasthya Sathi Card)

  • আধার কার্ড
  • খাদ্যসাথী / রেশন কার্ড
  • পরিবারের সদস্যদের নামের তালিকা ও সম্পর্ক
  • স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র
  • কর্মসংস্থানের প্রমাণপত্র
  • চালু মোবাইল নাম্বার

স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করা যাবে? (How to Apply for Swasthya Sathi?)

এই প্রকল্পে আবেদনের জন্য দুটি পদ্ধতি রয়েছে। আপনি চাইলে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। বা অনলাইনের মাধ্যমেও আবেদন করা যেতে পারে। নিচে দুই ধরণের পদ্ধতি সম্পর্কেই জানানো হল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বাস্থ্য সাথী প্রকল্পে অফলাইনে আবেদনের পদ্ধতিঃ (How to apply Offline for Swasthya Sathi Scheme)

  • যদি কেউ অফলাইনের মাধ্যমে স্বাস্থ্য অস্থি প্রকল্পে আবেদন করতে চান তাহলে তাকে ব্লক রেজিস্ট্রেশন ক্যাম্প বা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এই প্রতিবেদনের নিচেও ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে।
  • এরপর সেই ফর্মে সঠিকভাবে সমস্ত তথ্য ফিলাপ করে নিতে হবে। ফর্ম ফিলাপ করে নেওয়া হয়ে গেলে সেটা নির্দিষ্ট দুয়ারে সরকারের ক্যাম্প বা ব্লক রেজিস্ট্রেশন অফিসে জমা দিয়ে আসতে হবে। তারপর বাকি পক্রিয়া সরকারি অফিসের দ্বারাই করা হবে।

অনলাইনে স্বাস্থ্য সাথী প্রকল্পে আবেদন পদ্ধতিঃ (How to Apply for Swasthya Sathi Scheme Online?)

  • যদি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান থেকে “Online Application for Swasthya Sathi Card” লেখা অপশনে ক্লিক করুন।
  • এবার আপনাকে মোবাইল নবমার দিয়ে রেটিস্ট্রেশন করতে হবে। তার জন্য মোবাইলে OTP আসবে সেটা দিয়ে সাবমিট করুন।
  • মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে গেলে আবেদনের ফর্ম খুলে যাবে সেখানে নাম, ঠিকানা সহ বাকি সমস্ত তথ্য সঠিকভাবে ফিলাপ করুন।
  • ফর্ম ফিলাপ হয়ে গেলে শুরু থেকে সবটা একবার মিলিয়ে নিয়ে সাবমিট করে দিতে হবে। ব্যাস তাহলেই আবেদন কমপ্লিট হয়ে যাবে।

** স্বাস্থ্যসাথী ফর্ম ডাউনলোড : Download Swasthya Sathi Form B

আরও পড়ুনঃ বিয়ের জন্য ২৫,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, দেখে নিন আবেদন পদ্ধতি

Swasthya Sathi Scheme Helpline Numbers :

আপনি যদি আবেদন করার সময় বা আবেদনের পরে কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে নিচে দেওয়া ঠিকানায় বা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে এই হেল্পলাইন শুধুমাত্র স্বাস্থ্যসাথী সংক্রান্ত জিজ্ঞাসার জন্য।

স্বাস্থ্য সাথী কার্ড হেল্পলাইন নাম্বার : 18003455384

স্বাস্থ্যসাথী সংক্রান্ত যোগাযোগের জন্য ঠিকানা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য ভবন, জি-২৯, সেক্টর ফাইভ, সল্টলেট, কলকাতা – ৭০০০৯১