6th Pay Commission DA Case: দীর্ঘ অপেক্ষার অবসান! সামনে এল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া DA মামলার আপডেট

Schemezone

Updated on:

West Bengal Government 6th Pay DA Case Update

6th Pay Commission DA Case Update: পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা আজ দীর্ঘদিন হল পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা বা DA পাবার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। একাধিবার পথে নেমেছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। তবে এতকিছুর পরেও তেমন লাভ কিছুই হয়নি। তাই আন্দোলন ও বিক্ষোভের পর কর্মীরা এবার আদালতে গিয়েছেন। মহার্ঘ ভাতা নিয়ে মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন লক্ষাধিক কর্মীরা। এরই মাঝে সামনে এল নতুন আপডেট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের ডিএ মামলার আপডেট

কিছুদিন হল কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে। এতদিন যেখানে ৫০% হারে মহার্ঘ ভাতা পাওয়া যেত সেখানে আরও ৩% জুড়ে মোট ৫৩% হারে ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেখানে রাজ্যের কর্মীদের ভাতা এখনও ১৪% এই আটকে আছে। অর্থাৎ প্রায় ৩৯% এর পার্থক্য কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার মধ্যে।

বিগত ২০২২ সালের ২০ মে উচ্চ আদালতে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের DA মামলা ( DA Case )। তখন জানানো হয় তিন মাসের মধ্যেই বকেয়া মিটিয়ে দিতে হবে। তবুও বকেয়া মেলেনি। এরপর উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দেওয়া হয় রাজ্যের তরফ থেকে। সেই পিটিশন খারিজ হয়ে যায়। এদিকে আরও ৩ রাজ্য সরকারি কর্মীদের সংগঠন রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালত অবমাননার জন্য। এর পাল্টা সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেই থেকেই চলছে মামলা।

তাই এখন হাইকোর্টে রাজ্য সরকারের কর্মীরা জিতলেও সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে সকলে। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয় 6th Pay Commission এর বকেয়া ডিএ মামলায় খুব শীঘ্রই তারাও যুক্ত হতে চলেছে। এই প্রসঙ্গে ভাস্কর ঘোষ লিখেছেন, ‘‘রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া DA মামলা শীর্ষ আদালতে চলছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ তার অংশীদার নয়। তাই যত দ্রুত সম্ভব এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত করার জন্য প্রচেষ্টা চলছে। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের টিম হাইকোর্টের আইনজীবীদের চেম্বারে যান। বিস্তারিত আলোচনা হয়েছে, এবার এই বৃহত্তর ও কঠিন লড়াইয়ে সকলকে পাশে থাকতে হবে।’