রেশন নিয়ে বড় সিদ্ধান্ত! ভোটের আগেই নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাধারণ মানুষের জন্য নিয়ে এলেন এক খুশীর সংবাদ। রমজান উপলক্ষ্যে রেশনে (Ration) এবার থেকে পাওয়া যাবে বেশি পরিমাণে সামগ্ৰী। রামজান মাসে কোনো মানুষ যাতে খালি পেটে না ঘুমায় তাঁর জন্যই এই পরিকল্পনা। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ঘোষণা ও করে দিয়েছেন। অতিরিক্ত রেশন পাওয়ার খবর পেয়ে সাধারণ মানুষ অনেক খুশি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিশেষ Ration এর সুবিধা

‘ঈদ’ উপলক্ষে একমাস বিশেষ প্যাকেজের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। এপ্রিল মাসে সস্তায় রেশন পাবেন সাধারণ মানুষ। খবরটা শোনার পর অনেকেই অবাক হয়েছিলেন, অবাক হলে এটাই সত্য। পবিত্র রামজন উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তর এই বিশেষ প্যাকেজের ব্যবস্থা করেছেন। আর এই প্যাকেজের নাম রেখেছেন ‘রমজান বিশেষ প্যাকেজ’।

সরকারের রমজান বিশেষ প্যাকেজ (Special Ration Package)

সকলে আবার এই প্যাকেজের সুবিধা পাবেনা। মূলত যাদের SPHH ও AAY কাডটি আছে তারাই কেবল কম মূল্যে রেশন পাবেন। এটি শুনলে আপনিও আবাক হবেন যে, এই দুটি কার্ডে রেশন পায় বাংলার তিন কোটি মানুষ। ‘রামজান বিশেষ প্যাকেজে’ কি কি থাকবে নিশ্চয় জানতে ইচ্ছে হচ্ছে? পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্যাকেজে ছোলা, চিনি ও ময়দা রাখা হয়েছে।

অতি স্বল্প মূল্যে এগুলি পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই প্যাকেজে ১ কেজি ছোলা পাবেন মাত্র ৪৯ টাকায়, ৩২ টাকায় পাওয়া যাবে ১ কেজি চিনি, আর ৩০ টাকায় পাওয়া যাবে ১ কেজি ময়দা। ইতিমধ্যেই এই টাকায় রেশন দেওয়া শুরু হয়ে গেছে আগামী ২৪ শে মার্চ থেকে এবং আগামী ২১ শে এপ্রিল পর্যন্ত এই প্যাকেজের সুবিধা পাবেন মানুষ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ যেতে হবেনা ব্যাঙ্কে! UPI -এর মাধ্যমেই বাড়িতে বসেই অ্যাকাউন্টে টাকা রাখুন

এমাসেই ৩০০০ টাকা পাবেন পশ্চিমবঙ্গের মহিলারা

শুধু কম পয়সায় রেশন দিয়েই ক্ষান্ত হননি রাজ্যের মুখ্যমন্ত্রী। বাড়ির মহিলাদের জন্য ৩০০০ করে টাকা দেওয়ার ব্যবস্থাও করলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশার সময় জানিয়ে ছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে এবার দ্বিগুণ টাকা পাওয়া যাবে। অর্থাৎ তপশীল মহিলার যারা ১০০০ টাকা করে পেতেন, তাঁরা এবার থেকে ১২০০ করে পাবেন।আর যারা ৫০০ করে পেতেন, তাঁরা ১০০০ টাকা পাবেন। বিভিন্ন রকমের সমস্যা থাকার জন্য বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি অনেকেরই।তাই এবার এপ্রিল মাসে ৩০০০ টাকা করে ঢুকবে সকলের অ্যাকাউন্টে।

এপ্রিল মাসে রেশনে কি কি পাওয়া যাবে?

এপ্রিল মাসে নূন্যতম মূল্যে চাল, গমের পাশাপাশি কম দামে চলা, চিনি ও ময়দা পাওয়া যাবে।

রমজান উপলক্ষে স্পেশাল রেশন কতদিন পাওয়া যাবে?

আগামী ২১শে এপ্রিল পর্যন্ত বিশেষ প্যাকেজ রেশন পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

কোন Ration Card হোল্ডাররা সবচেয়ে বেশি সুবিধা পাবেন?

যাদের কাছে SPHH ও AAY কার্ড আছে তারাই অনেক কম দামে রেশন পাবেন।